বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে আলোচিত তারকা সন্তানদের মধ্যে মধ্যে অন্যতম অভিনেত্রী অনন্যা পাণ্ডে। প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা।

শাহরুখ পুত্র আরিয়ানের মাদককাণ্ডের ঘটনায় উঠে এসেছিল অনন্যার নাম। সেই বিতর্কের পর এবার লাল রঙের পোশাক পরে ফটোশুট করেন আলোচনায় এলেন এই অভিনেত্রী।
লাল রঙের ড্রেসের সঙ্গে ফ্রেশ মেকআপ এবং লাল লিপস্টিকে নজর কেড়েছেন অনন্যা। সব সময়ের মতোই তার সুন্দর লুকে মুগ্ধ ভক্তরা।
একটি ছবিতে দেখা গেছে, সিকুইনড বডিকন ড্রেসে সেলফি তুলতে ব্যস্ত অনন্যা। সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। প্রায়ই বিভিন্ন ছবি পোস্ট করে আলোচনার চলে আসেন তিনি।
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা। সিনেমাটিতে টাইগার শ্রফের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। এরপর ২০২০ সালে ঈশান খট্টরের সঙ্গে ‘খালি পেলি’ সিনেমায় দেখা গেছে তাকে। বর্তমানে বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


