লাস্যময়ী মনামী ঘোষের গোলাপী শাড়ির আভিজাত্যে মন্ত্রমুগ্ধ ভক্তরা

মনামী ঘোষ

মনামী ঘোষ হচ্ছেন একজন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা। বিভিন্ন বাংলা চলচ্চিত্রে তাকে দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে। বিভিন্ন টেলিভিশন সিরিয়ালে পারফরমেন্সের জন্য তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। সাম্প্রতিক সময়ে শাড়ি পড়ে তিনি কিছু ছবি শেয়ার করেছেন যা ভক্তদের মুগ্ধ করেছে।

মনামী ঘোষ গোলাপি রঙের শাড়ির সঙ্গে একটি ব্রালেট ব্লাউজ পড়েছিলেন এই অভিনেত্রী। তার লোককে আরো সুন্দর করতে এ বিষয়টি ভূমিকা পালন করে। তার ব্লাউজে নুডল স্ট্র্যাপ যোগ করা হয়েছিল। এটি তার হটনেস আরো বাড়িয়ে দিয়েছিল। ফটোশুটের সময় ছোট ছোট ডিটেলস বিষয়গুলি যেন বাদ না পড়ে সে বিষয়টি তিনি লক্ষ্য রেখেছিলেন।

তিনি ক্যামেরার দিকে এমন ভাবেই তাকিয়ে ছিলেন যেন তার চোখের মায়ায় পড়েন ভক্তরা। কানের দুলের দিকে আলাদা করে সবার নজর ছিল ‌ তার খোলা চুলের সৌন্দর্য ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। ছবিতে তার কাজল কালো চোখ এবং মিষ্টি হাসির সৌন্দর্য দেখতে পাওয়া যায়।

মনামী ঘোষ

মনামী ঘোষ হাইলাইট করেছিল তাঁর স্কিন টোনকেও। এই শাড়ির উপরে থাকা ছোট ছোট মিরর এমবেলিশমেন্ট আলাদা করে নজর কেড়েছিল সবার। ৪০ ছুঁইছুঁই মনামীর সৌন্দর্যের রহস্য জানতে চান সকলেই। সেই সঙ্গে অভিনেত্রীর চিরতরুণ লাবণ্য দেখে প্রশংসায় ভরিয়ে দেন সবাই। তবে শুধু শাড়িতেই নয়, এই বং ডিভাকে প্রায় সব ধরনের পোশাকেই অপূর্ব দেখতে লাগে।

তিনি সুযোগ পেলেই সেজে ওঠেন শাড়িতে। আর এই ড্রেসে তাঁকে দেখতেও অসাধারণ লাগে। আর সেকথা মানবেন আপনিও, যদি নজর ফেরান অভিনেত্রীর সাম্প্রতিকতম লুকের দিকে। গোলাপি রঙের শাড়িতে লাস্যময়ী অবতারে ধরা দিলেন মনামী। হয়ে উঠলেন ‘অপরূপা’।