প্রথম একাদশের বেশিরভাগ তারকাকে বেঞ্চে রেখে ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা। এরপর একেবারে শুরুতেই গোল হজম। বিরতির আগে তারা আর রিয়াল ভায়াদোলিদের কোনো পরীক্ষাই নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে কয়েকটি বদলের পর ফিরে এলো ছন্দ। তাতেই দুই গোল করে জয় নিশ্চিত করল কাতালানরা। একইসঙ্গে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে লা লিগার শিরোপা জয়ের পথে আরেকধাপ এগিয়ে গেল।
গতকাল (শনিবার) ভায়াদোলিদের হোসে জোরিয়া স্টেডিয়ামে অতিথি হিসেবে নামে বার্সেলোনা। যেখানে চ্যাম্পিয়ন্স লিগে খেলা একাদশ থেকে কোচ হ্যান্সি ফ্লিক ৯টি পরিবর্তন আনেন। ভায়াদোলিদের ওপর চাপ সৃষ্টির আগেই মাত্র ষষ্ঠ মিনিটে ইভান সানচেজের গোলে পিছিয়ে পড়ে বার্সা। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে একটি করে গোল করে (২-১) শেষ হাসি এনে দেন রাফিনিয়া ও ফারমিন লোপেজ।
ম্যাচের শুরুতে স্বাগতিক ভায়াদোলিদ লিড নেয় মূলত ভাগ্যের ছোঁয়ায়। কারণ সানচেজের শট অতটা কার্যকরী না হলেও, রোনাল্দ আরাউহোর পায়ে লেগে লাফিয়ে ওঠা বল বার্সেলোনার জালে জড়িয়ে যায়। দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফিরেই শুরুতে এমন গোল হজম করতে হলো মার্ক-আন্দ্রে টের স্টেগানকে। মিনিট চারেক পর বার্সেলোনার পক্ষে পাউ ভিক্টরের বাইসাইকেল কিক গোলরক্ষকের হাতে গিয়ে ব্যর্থ হয়ে যায়। এভাবে মিনিট ত্রিশের আগেই নতুন করে জালে বল জড়াতে দেনটি দুই গোলরক্ষক। বার্সাও বারবার প্রতিপক্ষ রক্ষণ থেকে হতাশা নিয়ে ফেরে।
দ্বিতীয়ার্ধে কয়েকজনকে বদলি নামান বার্সা কোচ ফ্লিক। ৫১তম মিনিটে রাফিনিয়ার ফ্রি-কিক ঠেকিয়ে দেওয়ার পর, তার গোলেই সমতায় ফেরে বার্সেলোনা। মিনিট তিনেক পর লামিনে ইয়ামালের ক্রসে আরাউহো মাথা ছোঁয়াতে পারেননি। সেখান থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় জাল কাঁপিয়ে ফেরেন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচে লিড নিতেও তেমন সময় নেয়নি কাতালানরা। ৬০ মিনিটে মার্টিনের বাড়ানো বল ধরে লোপেজে দূরের পোস্টে শট নেন। যা ভায়াদোলিদ গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে ঠিকানা খুঁজে নেয় জালে। এগিয়ে যায় বার্সা।
নির্ধারিত সময়ের মধ্যে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ অব্যাহত রাখে। তবে রক্ষণ কিংবা গোলরক্ষকের সামনে সেভাবে কেউই সুবিধা করতে পারেনি। একাধিক প্রচেষ্টা ঠেকিয়েছেন দুই গোলরক্ষকই। ফলে ২-১ গোলের জয়ে ফিরছে সফরকারী কাতালান শিবির। ইন্টার মিলানের বিপক্ষে দু’দিন বাদেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াই তাদের। তার আগে লা লিগায় পয়েন্ট ধরে রাখাও তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা ৩৪ ম্যাচে পেল ৭৯ পয়েন্ট। রিয়ালের চেয়ে তাদের ব্যবধান বাড়ল ৭–এ। এক ম্যাচ কম খেলা মাদ্রিদের ক্লাবটির পয়েন্ট ৭২।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।