
স্পোর্টস ডেস্ক : ১০ রান করে আউট হন লিটন দাস। তার স্থানে সাকিব আল হাসান নেমে তিনিও ১০ রান করে ফিরে গেলেন সাজঘরে। লিটন আউট হন লাহিরু কুমারার বলে ক্যাচ দিয়ে। আর সাকিব আল হাসানকে ফেরান ওয়ানিন্দু হাসারাঙ্গা। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে এখন সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহীম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮.৪ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৬৩/৩। এরমধ্যে ওপেনার নাঈম করেছেন ৩৩, লিটন দাস ১০, সাকিব আল হাসান ১০ রান ও মুশফিক ৩ রান।
বাংলাদেশের সাবলীল সূচনা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের হাই ভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সাবলীল সূচনা করেছে বাংলাদেশ দল। রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশকে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৯ রান। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ১৫ বলে ১৮ ও লিটন দাস ব্যক্তিগত ১১ বলে ৯ রান সংগ্রহ করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের শারজা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৪টায়। বাংলাদেশের পক্ষে লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ ওপেনিং করেন।
বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
শ্রীলঙ্কা সম্ভাব্য একাদশ : কুশল পেরেরা (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, অভিষকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে,বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা ও দুষ্মন্ত চামিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


