দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি–২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) দেশে অবতনর করছেন।

এদিকে তারেক রহমানকে সংবর্ধনা দিতে কনকনে শীতের তীব্রতা উপেক্ষা করে ভোরের আলো ফোটার আগেই পূর্বাচলের পুরো ৩০০ ফিট সড়ক বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
ইতিহাসের সাক্ষী হতে কুয়াশামাখা ভোরে শীতের তীব্রতাকে উপেক্ষা করে পূর্বাচলে সড়কজুড়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শুয়ে-বসে অপেক্ষা করছেন তারেক রহমানকে সংবর্ধনা জানাতে। এ সময় তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ঢাকার রাজপথ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই ‘লিডার আসছে’ স্লোগানে মুখরিত রাজধানী। এছাড়া ‘তারেক রহমান ফিরবেন, গণতন্ত্র ফিরবে’, ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’- এমন নানান স্লোগানেও মেতে উঠেছেন নেতাকর্মীরা।
স্লোগানের সঙ্গে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে যাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



