Views: 127

আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে নৌকাডুবে ৭৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ৭৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থার (আইওএম) বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইওএম এক বিবৃতিতে জানিয়েছে, লিবিয়ার খোমস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে অন্তত ৭৪ জনের প্রাণহানি হয়েছে।


ঘটনাস্থলে সম্ভাব্য জীবিতদের সন্ধানে কোস্টগার্ড ও জেলেরা অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

খোমস হচ্ছে লিবিয়ার একটি বন্দরনগরী, যা দেশটির রাজধানী ত্রিপোলির ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

আইওএমের বিবৃতিতে বলা হয়, নৌকাটিতে নারী ও শিশুসহ ১২০ জনেরও বেশি ছিল বলে জানা গেছে। এখন পর্যন্ত ৪৭ জনকে জীবিত উদ্ধার করে তীরে আনা হয়েছে।

এর আগে গত দুই দিনে মধ্য ভূমধ্যসাগরে দুটি নৌকাডুবিতে দুই শিশুসহ ১৯ জনের মৃত্যু হয় বলেও জানিয়েছে আইওএম।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত সাত বছরে এ ধরনের দুর্ঘটনায় ২০ হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschoolআরও পড়ুন

ব্রাজিলে বাস দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি

Sabina Sami

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি

azad

পদত্যাগ করছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে

rony

ট্রাম্পের অভিশংসনের বিচারে সিনেটে অভিযোগ দাখিল

azad

সাবেক বাস্কেটবল তারকার স্টিফেন জ্যাকসনের ইসলাম গ্রহণ

Sabina Sami

দুই মেয়েকে হত্যার পর বাবা-মা বললেন, ‘একদিন সময় পেলে বাঁচিয়ে তুলতে পারব’

Sabina Sami