আন্তর্জাতিক ডেস্ক : গেল বছর থেকে চীনাদের খাদ্যাভাস নিয়ে সারা বিশ্বে সমালোচনা শুরু হয়েছে। বন্যপ্রাণীদের মাংস থেকে শুরু করে বিভিন্ন সামুদ্রিক মাছ, পোকামাকড়। কিছুই খাওয়া বাদ দিচ্ছে না চীনারা। তবে করোনাভাইরাস মহামারির আকার নেওয়ার পর থেকে চীনে বন্য প্রাণীদের বিক্রি বন্ধ হয়ে গেছে।
চীনে এসব কিছুর পর ঘটল ভয়ঙ্কর কাণ্ড। এক চীনা ব্যক্তির অর্ধেক লিভার খেয়ে ফেলল মাংশাসি পরজীবী। মেডিকেল রিপোর্ট বলছে, ওই ব্যক্তির লিভারের ভিতর পরজীবীরা ডিম পাড়তে শুরু করেছিল। ফলে তার লিভারের আকার বেড়ে যাচ্ছিল অস্বাভাবিকভাবে। এমনকি তার লিভারের ভিতর বালবের আকারের টিউমার বাড়তে শুরু করেছিল। চিকিত্সকরা তাঁর লিভারের অবস্থা দেখে চমকে ওঠেন।
ওই ব্যক্তি জানান, স্থানীয় বাজার থেকে তিনি একটি মাছ কিনেছিলেন। সেই মাছ খাওয়ার দুদিন পর থেকেই তার পেটে ব্যথা শুরু হয়। সেইসঙ্গে বমি, মাথা ব্যথার মতো লক্ষ্ণণ দেখা দেয়। তার পরই তিনি ডাক্তারের কাছে যান।
চিকিত্সকরা জানিয়েছেন, ওই ব্যক্তি যে মাছ খেয়েছিলেন সেটির শরীরে পরজীবীদের বাসা ছিল। সেই পরজীবী তার শরীরে গিয়ে ডিম পাড়তে শুরু করে। তবে মাংশাসি পরজীবীদের আচরণ দেখে চিকিত্সকরাও অবাক হয়েছেন।
সারা লিভারে পরজীবীর ডিম থিকথিক করছে। এমনকি বেশ কয়েকটি বড় আকারের টিউমার রয়েছে। এর পরই ওই ব্যক্তির লিভারে অস্ত্রোপচার করেন চিকিত্সকরা।
সূত্র: জিনিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


