জুমবাংলা ডেস্ক : রাজধানীর ধানমন্ডিতে রাপা প্লাজায় এক রাতে চারটি দোকানে লুটপাট চালানো তিন দুর্বৃত্তই ছিল লুঙ্গি পরা। এ থেকে পুলিশ ধারণা করছে, তারা পেশাদার গ্রিল কাটা চোর চক্রের সদস্য। তবে সোমবার (৮ ফেব্রয়ারি) পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার হয়নি লুণ্ঠিত স্বর্ণালংকার ও টাকা। লুটের শিকার রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিক ধানমন্ডি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।
গত রোববার সকালে রাপা প্লাজার দ্বিতীয় তলায় রাজলক্ষ্মী জুয়েলার্সের কর্মীরা তাদের দোকান খুলতে গিয়ে দেখেন, দোকানের কলাপসিবল গেট ও শাটার খোলা। তালাগুলো দোকানের সামনে পড়ে আছে। এরপর ভেতরে ঢুকে দেখে, দোকানের বপ ও শোকেসগুলোতে স্বর্ণালংকার নেই। পুরো দোকানটিই তছনছ। পরে পাশেই জেন্টল পার্ক, মুনসুন রেইন ও ভোগ সুলতানা নামের পোশাকের আরও তিনটি দোকানেও লুটের চিত্র বেরিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, মার্কেটের বাথরুমের গ্রিল কাটা রয়েছে।
দোকানটির মালিক মহাদেব কর্মকার জানান, শনিবার রাত পৌনে নয়টার দিকে দোকান বন্ধ করে তালা দিয়ে কর্মচারীরা বাড়ি ফিরে যান। রোববার সকালে শপিং মলের লোকজন দেখে দোকানের সবগুলো তালা খোলা। পরে দোকান মালিকদের তাকে ফোন করেন। তিনি এসে দেখেন ভেতরের ডিসপ্লে বা প্রদর্শনীর তাকগুলো ফাঁকা। তার দাবি, দোকান থেকে গলার হার, চুড়ি, কানের দুল, নাকফুলসহ ৩৫০ থেকে ৪০০ ভরির স্বর্ণালঙ্কার খোয়া গেছে।
এদিকে চোর দল স্বর্ণের ভল্ট বা লকার ভাঙতে পারেনি। সেখানকার স্বর্ণ অক্ষত আছে বলে জানা গেছে। শুধুমাত্র ক্রেতাদের জরুরি ডেলিভারির জন্য ডিসপ্লেতে সাজানো অলংকারগুলো চুরি হয়েছে। রমনা অঞ্চলের উপপুলিশ কমিশনার আজিমুল হক বলছেন, মূল ফটকের সামনের একজন প্রহরী ছাড়া মলটির ভেতরে বা বাইরে আর কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, শপিংমলে টয়লেটের জানালা কেটে চোর ঢুকতে পারে। চুরির ঘটনায় একটা মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।