জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের উন্নয়নকে ফ্যাসিস্ট সরকার লুটেরাদের হাতে তুলে দিয়েছিল। এই সুযোগে লুটেরারা দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে। দেশকে না গড়ে বিদেশের মাটিতে গড়ে তুলেছেন বেগম পাড়া।
তিনি বলেন, শুধু অর্থনীতি নয়, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। ২০১৪ সালের ভোট মানুষ প্রত্যাখ্যান করেছিল এবং ২০১৮ সালে করলেন মধ্যরাতের নির্বাচন। আর ’২৪ সালে এসে করলেন ডামি নির্বাচন।
ডা. শফিকুর রহমান আজ শনিবার বিকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি সমাজ চাই, যে সমাজটা হবে দুঃশাসন ও দুর্নীতিমুক্ত। এই দু’টি সামাজিক ক্যান্সার থাকবে না। দুঃশাসন ও দুর্নীতি একটি আরেকটির গভীর বন্ধু, প্রেমের বন্ধু, প্রাণের বন্ধু।
যেখানে দুঃশাসন, দুর্নীতি সেখানে নিশ্চিত। আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। একটি মানবিক, দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। রক্তচক্ষুকে পরোয়া করি না।
তিনি বলেন, গণভবনে রান্না করা খাবার ছিলো। কিন্তু সেই রান্না মুখে উঠে নাই। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন। যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা লাঞ্চিত করেন।
জেলা জামায়াতের আমির রুহুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুষ্টিয়া এবং যশোর অঞ্চল প্রধান মো. মোবারক হোসাইন ও মাগুরা জেলা আমীর এমবি বাকের।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল হক মালিক, নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মাসুদ পারভেজ রাসেল, মো আব্দুল কাদের, জেলার দলিত পরিষদ নেতা শোভন দাস, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম অর্ক, ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ এবং শহিদ শুভর গর্বিত পিতা মো. আবু সাঈদ মন্ডল।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel