স্পোর্টস ডেস্ক: বুধবার (২৪ ফেব্রুয়ারি) ছুটির দিনে দক্ষিণ ব্রাজিলে বাড়ির পাশে এক লেকে সাঁতার কাটার সময় দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের বাবা হোসে বেকার। এমনটিই জানিয়েছে স্থানীয় পুলিশ।
ফায়ার সার্ভিসের সূত্র ইএসপিএন ব্রাজিলকে জানিয়েছে, অ্যালিসনের বাবা হোসে বেকার (৫৭) নিখোঁজ হয়েছেন বলে তারা জানতে পারেন। পরে বৃহস্পতিবার সকালে তারা লেক থেকে তার মরদেহ উদ্ধার করেছেন।