স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান।
আজকের ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। বাংলাদেশের একাদশে জায়গা হয়েছে পেসার শরিফুল ইসলামেরও। মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান খেলছেন না আজ।
ওয়ানডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে সিরিজ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম পাটোয়ারি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।
আয়ারল্যান্ড একাদশ: পল র্স্টালিং (অধিনায়ক), রস এডায়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টুস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক এডায়ার, ফিওন হ্যান্ড, ম্যাথু হ্যামফ্রেন, বেন হোয়াইট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।