অবশেষে জয়পুরহাটের আক্কেলপুরে অসামাজিক কার্যকলাপের সময় হাতেনাতে খদ্দেরসহ ৩ যৌনকর্মীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার রাত ১১ টার দিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের সামনে সাখিদার পাড়ায় যুথি আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সময় খদ্দের রাসেল হোসেন সহ তিনজন যৌনকর্মীকে আটক করেছেন।
তারা হলেন হাস্তাবসন্তপুর গ্রামের মো. বাবলুর পুত্র খদ্দের রাসেল। , পৌর সদরের সাখিদার পাড়ার এনামুলের স্ত্রী যৌনকর্মী পরী মনি। আকতার হোসেনের স্ত্রী যৌনকর্মী রেনুকা।
ওই এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী যৌনকর্মী যুথি আক্তার। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, আটককৃত যৌনকর্মীরা দীর্ঘদিন থেকে লোকচক্ষুর আড়ালে গোপনে দেহব্যবসা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে তাদের খদ্দেরসহ হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।