জুমবাংলা ডেস্ক: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সার্ভিস এলাকায় বুধবার (২৮ সেপ্টেম্বর) কোনো লোডশেডিং নেই। ফলে এসব এলাকার গ্রাহকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন বলে জানিয়েছে ডিপিডিসি।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শিডিউল দেয়ার পরিবর্তে প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তিতে জানায়, এই মুহূর্তে ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিং নেই। তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে বিধায় হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে সবাইকে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।
গত ১৯ জুলাই লোডশেডিং শুরু হওয়া পর থেকে নিয়মিত শিডিউল করে লোডশেডিং করে আসছিল ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।
এদিকে ডিপিডিসির কোনো লোডশেডিং শিডিউল না থাকলেও ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) লোডশেডিং আছে। তাই তাদের ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে গিয়ে এ তালিকা দেখা যাবে।
এ ছাড়া ঢাকার বাইরের বিভিন্ন এলাকার লোডশেডিং শিডিউল প্রকাশ করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।
নিচের লিংকে ক্লিক করে দেখে নিন কখন কোথায় লোডশেডিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।