Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ল্যাপটপ থেকে আসা বিকিরণ আমাদের জন্য ক্ষতিকর?
    বিজ্ঞান ও প্রযুক্তি

    ল্যাপটপ থেকে আসা বিকিরণ আমাদের জন্য ক্ষতিকর?

    Yousuf ParvezSeptember 5, 20244 Mins Read
    Advertisement

    ল্যাপটপ বা কম্পিউটার থেকে বেরিয়ে আসে নানা ধরনের বিকিরণ। অনেকের ধারণা, এসব বিকিরণ আমাদের দেহের জন্য ক্ষতিকর। আসলেই কি তাই? ল্যাপটপ থেকে বিকিরণ নিঃসৃত হয়, তাতে কোনো ভুল নেই। তাও এক বা দুই ধরনের নয়, বেশ কয়েক ধরনের। প্রথমত ল্যাপটপের পর্দা থেকে যে দৃশ্যমান আলো বের হয়, সেটাও এক ধরনের বিকিরণ। একে বলে বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ।

    ল্যাপটপ বিকিরণ

    ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা বিচ্যুৎ-চুম্বকীয় বর্ণালি রেখায় এর কম্পাংকের পরিসর প্রায় ৪০০ থেকে ৮০০ টেরাহার্জ এবং তরঙ্গদৈর্ঘ্য প্রায় ৪০০ থেকে ৭০০ ন্যানোমিটার [১ ন্যানোমিটার= ০.০০০০০০০০১ মিটার বা ১০-৯ মিটার। আরও সহজ করে বললে, ১ মিটারের এক বিলিয়ন বা একশ কোটি ভাগের এক ভাগ]। এই বিকিরণের কারণেই ল্যাপটপের ডিসপ্লে আমরা চোখে দেখতে পাই।

    আবার ল্যাপটপ কিছুক্ষণ চালু রাখলে ব্যাটারিসহ নানা কারণে তার বিভিন্ন অংশ উত্তপ্ত হয়ে ওঠে। এ কারণেও একধরনের বিকিরণ নিঃসৃত হয়। একে বলা হয় ইনফ্রারেড রেডিয়েশন। বাংলায় অবলোহিত বা অবলাল বিকিরণ। এর কম্পাংক ১০ থেকে ১০০ টেরাহার্জ। আর তরঙ্গদৈর্ঘ্য প্রায় ৩০ থেকে ৩ মাইক্রোমিটার। একে থার্মাল বা তাপীয় নিঃসরণ বলা হয়। এই বিকিরণ আমরা চোখে দেখতে পাই না।

    আধুনিক সব ল্যাপটপেই এখন ওয়াইফাই অ্যান্টেনা থাকে। তারবিহীন যোগাযোগের জন্য এই অ্যান্টেনা ব্যবহার করা হয়। আপনার ল্যাপটপে যখন ওয়াইফাই চালু করা হয়, তখন নিঃসৃত হয় ৫ গিগাহার্জ থেকে ২.৪ গিগাহার্জ বিদ্যুৎচুম্বকীয় বিকিরণ। একে বলা হয় রেডিও ওয়েভ। এই তরঙ্গেই রেডিও সম্প্রচার করা হয়। এর তরঙ্গদৈর্ঘ্য প্রায় ৬০ মিলিমিটার থেকে ১২৪ মিলিমিটার।

    শুধু ওয়াইফাই নয়, কর্ডলেস বা তারবিহীন মাউস ও কিবোর্ডও এখন বেশ জনপ্রিয়। এই দুটি পেরিফেরাল ডিভাইস ল্যাপটপের সঙ্গে সংযুক্ত করতে ব্যবহার করা হয় ব্লুটুথ প্রযুক্তি। সে জন্য ল্যাপটপের ব্লুটুথ অ্যান্টেনা থেকে নিঃসৃত হয় প্রায় ২.৪ গিগাহার্জ বিকিরণ। এটিও রেডিও ওয়েভ, যার তরঙ্গদৈর্ঘ্য প্রায় ১২৪ মিলিমিটার।

    ল্যাপটপ থেকে মূলত ওপরের এই চার ধরনের বিকিরণ নিঃসৃত হয়। অবশ্য এর বাইরেও আরও কিছু বিকিরণ বেরিয়ে আসে এই যন্ত্র থেকে। সেগুলো নিম্ন কম্পাংকের বিদ্যুৎচুম্বকীয় বিকিরণ। ল্যাপটপের ভেতরে যেসব ইলেকট্রনিক সার্কিট থাকে, সেগুলো থেকে লিক হয়ে বেরিয়ে আসে এসব রেডিও তরঙ্গ। আবার কম্পিউটার বা ল্যাপটপের কিছু যন্ত্রাংশে পারমাণবিক আইসোটোপ ব্যবহার করা হয়। সেগুলোর প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয় ক্ষয়ের কারণে নিঃসৃত হয় নিউক্লিয়ার বিকিরণ।

    আপনার দেহেও এমন পরমাণু আছে, যেগুলো তেজস্ক্রিয়। অবিশ্বাস্য মনে হলেও, এই মুহূর্তে সেগুলো থেকেও পারমাণবিক বিকিরণ নিঃসৃত হচ্ছে। আবার অনেকের প্রিয় খাবার কলা থেকেও তেজস্ক্রিয় বিকিরণ নিঃসৃত হয়। কিন্তু আমাদের দেহের ক্ষতি করার জন্য তা যথেষ্ট মাত্রার নয়। মানবদেহে তেজস্ক্রিয় পরমাণুর বেশির ভাগই আসলে কার্বন ও পটাশিয়ামের অস্থিতিশীল আইসোটোপ। অন্যদিকে কলার তেজস্ক্রিয়তার উৎসও ওই পটাশিয়াম।

    (ভয়ের কিছু নেই, একটা কলায় তেজস্ক্রিয়তার পরিমাণ এক সিভার্টের দশ লাখ ভাগের এক ভাগ বা ০.০০০১ মিলিসিভার্ট। বিস্তারিত জানতে পড়তে পারেন প্রদীপ দেবের লেখা ট্রাইবোলজি ও কলার খোসা)।) তাই এই বিকিরণ নিয়েও, নো টেনশন! তাহলে সিদ্ধান্ত আসা যায়, ল্যাপটপ থেকে বের হওয়া বিকিরণগুলো মানুষের জন্য ক্ষতিকর নয়। কেউ কেউ হয়তো প্রশ্ন তুলতে পারেন, তাহলে মানুষের জন্য ক্ষতিকর বিকিরণ কোনগুলো?

    সেটার সহজ উত্তর হলো, উচ্চশক্তির বিকিরণ। বিষয়টা ভালোভাবে বুঝতে চাইলে বিদ্যুৎ-চুম্বকীয় বর্ণালি রেখাটায় ভালোভাবে চোখ বুলিয়ে নিতে পারেন। ছবির বাম পাশ থেকে দেখলে প্রথমেই পড়বে রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ। এরপর ক্রমান্বয়ে ইনফ্রারেড বা অবলোহিত, দৃশ্যমান আলো, অতিবেগুনি, এক্স-রে এবং সবশেষে গামারশ্মি।

    যেকোনো বিকিরণ হয় উচ্চশক্তির হয়, না হলে নিম্নশক্তির হয়। উচ্চশক্তির হওয়ার কারণ ওই বিকিরণের প্রতিটি কণার শক্তি অনেক বেশি। আর নিম্নশক্তির হওয়ার কারণ প্রতিটি কণার শক্তি কম বা দুর্বল। বিদ্যুৎ-চুম্বকীয় বর্ণালি রেখায় উচ্চশক্তির বিকিরণগুলোর মধ্যে রয়েছে অতিবেগুনি রশ্মি, এক্স-রে ও গামারশ্মি।

    অর্থাৎ দৃশ্যমান আলোর ডানদিকের অংশের বিকিরণগুলো উচ্চশক্তির। এ ছাড়াও রয়েছে নিউক্লিয়ার বিকিরণ (যেমন আলফা, বিটা রশ্মি, নিউট্রন ও প্রোটন বিকিরণ)। এসব বিকিরণের প্রতিটি কণার শক্তি এত বেশি হয় যে তা বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন ভেঙে ফেলতে পারে। তাতে মিউটেশন, ক্যান্সার ও বিকিরণজনিত বিভিন্ন অসুস্থতা দেখা দিতে পারে।

    আবার উচ্চশক্তির কণারা যেকোনো অণুও ভেঙে ফেলতে বা ধ্বংস করে ফেলতে পারে। কিন্তু তবু মানবদেহে ক্ষতি করার জন্য যথেষ্ট পরিমাণ বিকিরণের মুখোমুখি হতে হবে। কিন্তু সাধারণত সে ধরনের ঘটনা ঘটে না। সে কারণে পৃথিবীতে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উচ্চশক্তির কণার (ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন) উপস্থিতি থাকা সত্ত্বেও আমরা সেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি না।

    বিদ্যুৎ-চুম্বকীয় বর্ণালি রেখার বাঁদিক থেকে দৃশ্যমান আলো পর্যন্ত বিকিরণগুলো কম শক্তির। কিন্তু সাবধান, কম শক্তির বিকিরণও অনেক সময় ক্ষতিকর হয়ে উঠতে পারে। যদি অল্প জায়গায় গুচ্ছ বা বিম আকারে কম শক্তির কণারা জড়ো হয়, তাহলে সেটাও উচ্চশক্তির বিকিরণে পরিণত হতে পারে। যেমন উজ্জ্বল লাইট বাল্ব ও উচ্চশক্তির লেজার। এ ধরনের বিকিরণ মানুষের জন্য ক্ষতিকর। কাজেই সাবধান।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আমাদের আসা কয় ক্ষতিকর জন্য থেকে ধরনের নিঃসৃত প্রযুক্তি বিকিরণ বিজ্ঞান ল্যাপটপ ল্যাপটপ বিকিরণ হয়,
    Related Posts
    Galaxy Z Flip 7

    লঞ্চ Galaxy Z সিরিজের ৩ ফোন, জানুন দাম ও স্পেসিফিকেশন

    July 11, 2025
    Triumph Speed Triple 1200 RS

    শক্তিশালী ও আধুনিক রুপে লঞ্চ হল Triumph Speed Triple 1200 RS

    July 11, 2025
    Redmi K90 Pro

    লঞ্চ হতে চলেছে Redmi K90 Pro, লিক হল ডিটেইলস

    July 10, 2025
    সর্বশেষ খবর
    জামায়াত আমির

    বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াত আমিরের

    বিশ্ব জনসংখ্যা দিবস আজ

    বিশ্ব জনসংখ্যা দিবস আজ

    ঢাকায় আবাসিক বাসভবনে

    ঢাকায় আবাসিক বাসভবনে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

    ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

    নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায়

    নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

    যুদ্ধবিরতির আলোচনার

    যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আরও ৮২ ফিলিস্তিনি নিহত

    দুপুরের আগেই ৪ জেলায়

    দুপুরের আগেই ৪ জেলায় ঝড়ের সতর্কতা

    নির্দেশনাতেই থেমে আছে

    নির্দেশনাতেই থেমে আছে স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনের কাজ

    রপ্তানির বিপরীতে ভর্তুকি

    রপ্তানির বিপরীতে ভর্তুকি সুবিধা পাবে ৪৩ পণ্য

    সিভি লেখার নিয়ম

    সিভি লেখার নিয়ম: ক্যারিয়ারের সিঁড়িতে প্রথম ধাপটাই যেভাবে নেবেন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.