জুমবাংলা ডেস্ক : বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান ১৮২তম। আন্তর্জাতিক ট্যাক্স ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্টের প্রকাশিত সর্বশেষ নোমাড পাসপোর্ট সূচকে শীর্ষে আছে আয়ারল্যান্ড।
শুক্রবার (০৪ এপ্রিল) দুবাইভিত্তিক বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্ট বিশ্বের ২০০টি দেশ নিয়ে এ পাসপোর্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সূচকটি দেওয়া রয়েছে।
এ তালিকায় শীর্ষে থাকা আয়ারল্যান্ডের স্কোর ১০৯ আর বাংলাদেশের স্কোর ৩৮। ২০২৪ সালে এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৮১তম। সে হিসাবে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান এক ধাপ এগিয়েছে।
আয়ারল্যান্ডের পাসপোর্টধারীরা ১৭৬টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে ভ্রমণ করতে পারেন আর বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ৫০টি দেশে ভ্রমণ করতে পারেন।
পাসপোর্টের অন্য সূচকগুলো সাধারণত ভিসামুক্ত কিংবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুবিধার ওপর ভিত্তিতে তৈরি হলেও নোমাড ক্যাপিটালিস্টের সূচকে মোট ৫টি মানদণ্ড বিশ্লেষণ করা হয়।
মানদণ্ডগুলো হলো ভিসামুক্ত ভ্রমণ (৫০ শতাংশ), করব্যবস্থা (২০ শতাংশ), বৈশ্বিক ধারণা (১০ শতাংশ), দ্বৈত নাগরিকত্ব ধারনের সক্ষমতা (১০ শতাংশ) ও ব্যক্তিগত স্বাধীনতা (১০ শতাংশ)।
সূচক অনুযায়ী, এসব মানদণ্ড বিভিন্ন দেশের নাগরিকত্বের ‘প্রকৃত মূল্য’ বুঝতে সাহায্য করে, যা সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক হয়। ৫টি মানদণ্ডে দেশগুলোর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বৈশ্বিক এ র্যাঙ্কিং করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।