মাঝারি বাজেটের স্মার্টফোন হওয়ায় ওয়ান প্লাস নর্ড এন ৩০০ ডিভাইসের চাহিদা মার্কেটে ব্যাপক। এই স্মার্টফোনের এক্সক্লুসিভ ফিচার সহ ইতিবাচক ও নেতিবাচক দিক জুমবাংলার পাঠকদের জন্য আজ আলোচনা করা হবে।
ওয়ান প্লাস এর এ ডিভাইসের ডানদিকে পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এ পাওয়ার বাটন একই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। অন্যদিকে ভলিউম বাটন দেওয়া হয়েছে, হ্যান্ডসেটের বাম দিকে।
ওয়ান প্লাসের এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি ক্রয় করলে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ পেয়ে যাবেন।
অক্সিজেন অপারেটিং সিস্টেমের ১২ তম এডিশন এ ডিভাইসে ইন্সটল করা হয়েছে। কিছু ল্যাগিং এর সমস্যা থাকলেও দৈনন্দিন কাজে অপারেটিং সিস্টেম আপনাকে সুবিধা প্রদান করবেন।
ওয়ান প্লাস দাবি করছে যে এ হ্যান্ডসেটে ৯০ হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। তবে ব্যবহার করার পর মনে হল যে এটি ৬০ হার্জ এর বেশি হবে না। স্মার্টফোনটির ডিসপ্লের সাইজের ৬.৫৬ ইঞ্চি। রেজুলেশন ১৬১২ গুণ ৭২০ পিক্সেল।
রেজুলেশন এর কথা বললে নর্ড এন ২০০ মডেল থেকে এখানে ডাউনগ্রেড করা হয়েছে। যদিও কালার একুরেসি নিয়ে তেমন অভিযোগ নেই। ওয়ান প্লাস নর্ড এন ৩০০ স্মার্টফোনের সবথেকে এক্সক্লুসিভ ফিচার হচ্ছে তার শক্তিশালী ব্যাটারি।
৫০০০ মেগাপিক্সেল এর ব্যাটারি এই স্মার্টফোনকে পাওয়ার প্রদান করছে। পাশাপাশি ৩৩০০ ওয়াটের ফার্স্ট চার্জিং ফিচার তো থাকছেই। স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। পাশাপাশি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ইন্সটল করা হয়েছে।
মাঝারি বাজেটের স্মার্টফোন হিসেবে এই হ্যান্ডসেটের ক্যামেরা যথেষ্ট ভালো পারফর্ম করেছে। স্যামসাং এস২২ অথবা গুগল পিক্সেল ৭ মডেলের ক্যামেরার সঙ্গে তুলনা করলে এটি পিছিয়ে নেই।
ওয়ান প্লাস নর্ড এন ৩০০ হ্যান্ডসেটের প্রাইস ভারতে ১৮ হাজার রুপি ও বাংলাদেশে ২৫ হাজার টাকা। এই স্মার্টফোনের শক্তিশালী জায়গা হচ্ছে ব্যাটারি ও ক্যামেরা। মাঝারি মানের চিপসেট ও ৪ জিবি র্যাম আপনার জন্য যথেষ্ট হলে ওয়ান প্লাসের এ হ্যান্ডসেটটি উপযুক্ত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।