আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছবি বিকৃত করে বিজ্ঞাপনে ব্যবহারের অভিযোগ উঠেছে গোয়ার এক ক্যাসিনোর বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসার পরে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন শচীন। ভবিষ্যতে কেউ যাতে এভাবে প্রতারিত না হন সে জন্য সামাজিক মাধ্যমে বার্তাও দিয়েছেন এই লিটল মাস্টার।
বৃহস্পতিবার টুইটারে শচীন লিখেছেন, ‘আমি জানতে পেরেছি আমার ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে একটি ক্যাসিনোর বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হচ্ছে।
আমি কোনো দিন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়া, তামাকজাত দ্রব্য বা মদের প্রচার করিনি। তাই যখন আমার ছবি ব্যবহার করে এ ধরনের কাজ করা হয় তখন খুব খারাপ লাগে। ’
সংশ্লিষ্ট ক্যাসিনোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শচীন। তিনি লিখেছেন, ‘আমার আইনজীবীরা প্রক্রিয়া শুরু করেছেন। আমার মনে হলো সবাইকে এ বিষয়ে সচেতন করে দেওয়া উচিত। ’
জানা গেছে, গোয়ার ওই ক্যাসিনোটির নাম ‘বিগ ড্যাডি’। তারা কেন শচীনের ছবি বিজ্ঞাপনের কাজে ব্যবহার করেছিল তা জানা যায়নি। শচীনের আইনি পদক্ষেপের বিষয়ে এখনো পর্যন্ত ক্যাসিনোর তরফে কোনো মন্তব্য করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।