
জুমবাংলা ডেস্ক : শবেবরাতের রাতে সিলেটের আতশবাজির আগুনে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার রাতে নগরের দক্ষিণ সুরমায় ২৫ নম্বর ওয়ার্ডের কায়েস্থরাইল এলাকার আকিল শাহ (রহ.) মাজার রোডে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস আলমপুর অফিস সূত্রে জানা গেছে, কায়েস্থারাইল এলাকার লন্ডন প্রবাসী মাহবুবুর রহমানের বাসার চারটি টিনসেড ঘরে দুই পরিবার ভাড়ায় বসবাস করতেন।