জুমবাংলা ডেস্ক : আল্লাহ’র সন্তুষ্টি আদায়ে কেউ একা কোরবানি দিতে পারেন আবার কেউ শরিকে। আমাদের দেশের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্তরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সাধারণত শরিক বা ভাগে কোরবানি দিয়ে থাকেন। তবে শরিকে কোরবানি করার ব্যাপারে ইসলামে কিছু বিধান রয়েছে। সে বিধানের ব্যত্যয় ঘটলে কোরবানি যথার্থ বলে বিবেচিত হবে না।
নবী করীম (সা) সাত ভাগ পর্যন্ত কোরবানি দেওয়া অনুমোদন করেছেন। সহিহ মুসলিমের একটি হাদিস জানাচ্ছে, রাসুল (সা) উটের ক্ষেত্রে ১০ ভাগ পর্যন্ত কোরবানি দেওয়ার অনুমোদন দিয়েছেন।
ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা শুধু একজনই কোরবানি দিতে পারবে। এসব পশু একাধিক ব্যক্তি মিলে কোরবানি করা সহিহ হবে না। উট, গরু ও মহিষে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে। সাতের অধিক শরিক হলে কারো কোরবানি সহিহ হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।