শরীয়তপুরে আওয়ামী লীগ, যুবশক্তি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে এ যোগদান ঘোষণা দেওয়া হয়।
আঞ্চলিক বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে নবাগতরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের মনোনীত প্রার্থী নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং শরীয়তপুর-১ আসনের মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের হাতে ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন- জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব এবং বাংলাদেশ জাতীয় পার্টির যুব সংহতির সদস্য সচিব মো. সিয়াম।
বিদেশে টাকা পাচারকারীদের সংসদে ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ
দলত্যাগের আগে শুক্রবার বিকেলে মজিবর রহমান খোকন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। সেখানে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণের কথা উল্লেখ করেন।
এ বিষয়ে মজিবর রহমান খোকন বলেন, বিগত সরকারের সময়ে নানা নির্যাতনের শিকার হতে হয়েছে। বাস্তব পরিস্থিতির কারণেই আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নুরুদ্দিন আহাম্মেদ অপুর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি।
জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। সে কারণে জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছি।
নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, হিংসা-বিভেদ ভুলে সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ পরিবার গড়তে চাই। উন্নত ও সমৃদ্ধ শরীয়তপুর গড়াই আমাদের লক্ষ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


