আন্তর্জাতিক ডেস্ক : ইতালির উত্তরাঞ্চলীয় বলজানো শহরের সব কুকুরের ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। শহরটিতে বর্তমানে প্রায় ৪৫ হাজার কুকুর রয়েছে। চলতি মাসের মধ্যেই শহরের বাসিন্দাদের পোষা কুকুরের ডিএনএ পরীক্ষার পর পুলিশের কাছে নথিবদ্ধ করার নির্দেশনা রয়েছে।
মূলত শহরটির রাস্তাঘাট কুকুরের পয়োবর্জ্য থেকে দূষণমুক্ত রাখতেই নেওয়া হয়েছে ব্যতিক্রমী এই উদ্যোগ।
এর ফলে শহরটির দূষণমুক্ত হবে বলে আশা করা হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে কুকুরের বিষ্ঠার কারণে লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছিল। নতুন নিয়মে পুলিশের কাছে শহরের প্রতিটি কুকুরের ডিএনএ রিপোর্ট থাকলে সহজেই দোষী কুকুরের মালিককে খুঁজে বের করা যাবে। দায়িত্বহীন মালিককে ২৯২ থেকে এক হাজার ৪৮ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে।
এই উদ্যোগ অবশ্য এর আগেও নেওয়া হয়েছিল বলজানো শহরে। গত বছরের ডিসেম্বরের মধ্যে কুকুরের ডিএনএ পরীক্ষা করানোর কথা বলা হলেও মাত্র পাঁচ হাজার কুকুরের মালিক সাড়া দিয়েছেন।
এদিকে নিয়মটি চালুর সিদ্ধান্তের চরম সমালোচনা হয়েছে ইতালিতে। অনেকেই মনে করছেন, কুকুরের ডিএনএ পরীক্ষার তথ্য পুলিশের নথিতে থাকলে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হতে পারে।
আবার এই পরীক্ষায় ৬৫ ইউরো খরচকেও অনেক বেশি বলে মনে করছেন অনেকে, বিশেষ করে যাঁরা খুব দায়িত্বশীলভাবে পোষা কুকুরের বর্জ্য পরিষ্কার করেন, তাঁদের ক্ষেত্রে এই খরচ বাড়তি বলে মনে করা হচ্ছে। এমনকি বর্জ্য পরীক্ষার পর যদি জানা যায়, সেটি কোনো পর্যটকের মালিকানাধীন কুকুরের, সে ক্ষেত্রে কী হবে তা নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দা ম্যাডেলিন রোহরার বলেন, ‘এটি করার চেয়ে বলা সহজ। শহরের ও পুলিশের জন্য বাড়তি খরচ এটি। অথচ তাদের করার মতো আরো অনেক কাজ আছে।
’ প্রাদেশিক কাউন্সিলর আর্নল্ড শুলার বলেন, ‘এখন অনেকেই পোষ্যের ডিএনএ পরীক্ষা করতে নিয়ে আসছেন। প্রত্যেকের পোষা প্রাণী নিবন্ধিত করা সহজ করে দিচ্ছি আমরা।’ সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।