স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং বুমবুম খ্যাত শহিদ আফ্রিদি তার মেয়ের হবু জামাইকে একটা পরামর্শ দিয়েছিলেন। কিন্তু হবু জামাই শাহিন শাহ আফ্রিদি তার সেই পরামর্শ শোনেননি বলে দাবি করলেন শহিদ আফ্রিদি।
মেয়ের হবু জামাইকে কী পরামর্শ দিয়েছিলেন শহিদ আফ্রিদি? সম্প্রতি সংবাদ প্রকাশ হয়েছে যে, আগামী পিএসএলে লাহোর কালান্দার্সের অধিনায়কত্ব করবেন শাহিন শাহ আফ্রিদি। কিন্তু শহিদ আফ্রিদি চান না এত অল্প বয়সেই শাহিন শাহ আফ্রিদি অধিনায়ক হয়ে যান। কারণ, নেতৃত্বের আসনে থেকে নিজের মনের মত পারফর্ম করা যায় না।
আফ্রিদি মেয়ের হবু জামাইকে পরামর্শ দিয়েছিলেন, নিজের বোলিংয়ের দিকে নজর দিতে। কিন্তু শাহিন আফ্রিদি সে কথা না শুনে লাহোর কালান্দার্সের দায়িত্ব নিলেন। শহিদ আফ্রিদি বলেন, ‘যখন আমার সঙ্গে তার কথা হচ্ছিল, তখন তাকে পরামর্শ দিয়েছিলাম এখনই অধিনায়কত্ব না নিতে। আরও কয়েক বছর অপেক্ষা করতে বলেছিলাম। যাতে করে সে নিজের বোলিংয়ে ফোকাস করতে পারে। কিন্তু সেও তো আফ্রিদি। আমার কথা আর শোনেনি।’
তবে, লাহোর কালান্দার্স যদি শাহিনের নেতৃত্বে ভালো খেলে তাহলে খুশিই হবেন শহিদ আফ্রিদি। তিনি বলেন, ‘আমি খুশি যে সে দায়িত্বটা নিয়েছে এবং আশা করি আমাকে সে ভুল প্রমাণ করবে।’
শহিদ আফ্রিদি অকপটে স্বীকার করেছেন, বাবর আজমও তাকে ভুল প্রমাণ করেছেন। সামা টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘কোনো সিনিয়র ক্রিকেটারের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব চাপলে সেটা দলের জন্যই ভালো হয়। দলের মধ্যে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসার সাহস দেখাতে পারেন তিনি।’
তবে বিশ্ব ক্রিকেটে এই ধারণার পরিবর্তন হচ্ছে। আফ্রিদি বলেন, ‘আমি আপনাকে উদাহরণ দিতে পারবো। যেমন মহেন্দ্র সিং ধোনি। তার অধীনে শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের মত ক্রিকেটাররাও খেলেছেন।’
বাবর আজম আফ্রিদিকে ভুল প্রমাণ করেছেন স্বীকার করে নিয়ে তিনি বলেন, ‘আমি শুরুতে বাবর আজমের অধিনায়কত্বের পক্ষে ছিলাম না। কারণ, আমি চাইনি তার ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে বসুক। পাকিস্তান ক্রিকেটে অধিনায়কত্ব করা খুব সহজ কাজ নয়।’
তিনি আরও বলেন, ‘আপনামে মিডিয়া ডিল করতে হয়, টিম ম্যানেজ করতে হয় এবং বোর্ডের সঙ্গে এঙ্গেজ থাকতে হয়। বাবর আজমের ওপর আমার বিশ্বাস ছিল না যে তিনি পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে পারবেন। কিন্তু সে আমাকের পুরোপুরি ভুল প্রমাণ করেছে, নিজের পারফরম্যান্স এবং দলের পারফরম্যান্স দিয়ে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।