বিনোদন ডেস্ক : নতুন নতুন গাড়ির সখ নেই, এমন তারকা পাওয়া দুষ্কর। নিত্য নতুন মডেলের গাড়ি কিনে তারকারা নিজেদের গ্যারেজ সমৃদ্ধ করতে খুবই পছন্দ করেন।
এ থেকে ব্যতিক্রম নন বলিউড তারকা শহীদ কাপুরও। সম্প্রতি নতুন একটি গাড়ি কিনে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। কিছুদিন আগে এই অভিনেতা ৪১ বছরে পা দিয়েছেন। আর এই বিশেষ দিন উপলক্ষেই নাকি নিজেকে নিজে ৩ কোটি ৯ লাখ টাকা (২ কোটি ৭৯ লাখ রুপি) দামের একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন ‘কবির সিং’।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মার্সিডিজ মেব্যাক এস৫৮০ মডেলের গাড়িটি কিনেছেন শহীদ কাপুর। পাপারাজ্জিদের পোস্ট করা একটি ভিডিওতে নতুন গাড়িতে উঠতে দেখা যায় এই তারকাকে।
মার্সিডিজ গাড়ির প্রতি যে শহীদ কাপুরের আলাদা ভালো লাগা আছে, তা অজানা নয় অনুরাগীদের। কিছুদিন আগেই বাবা পঙ্কজ কাপুরকে মার্সিডিজ বেঞ্জ এমএস এসইউভি গাড়ি উপহার দিয়েছেন অভিনেতা। তিনি নিজেও এর আগে মার্সিডিজ বেঞ্জ জিএল এসইউভি এবং এস ক্লাস গাড়িটি কেনেন।
উল্লেখ্য, করোনা আবহে ২০২১ সালের শেষের দিকে মুক্তি স্থগিত হয়ে যায় শহীদ কাপুরের নতুন সিনেমা ‘জার্সি’র। এতে তার বিপরীতে রয়েছেন ম্রুণাল ঠাকুর। ১৪ এপ্রিল সিনেমাটির মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।