বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন আনতে যাচ্ছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ফোনটির মডেল শাওমি ১২টি। এতদিন ফোনটি সর্ম্পকে নানা তথ্য জানা গেলেও এবার শাওমির প্রধান নির্বাহী লেই জুন শাওমি ১২টি ফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকার তথ্য টুইটারে নিশ্চিত করেছেন। শিগগিরই চীনে উন্মোচিত হবে এই ফোন। তবে ক্যামেরা বাদে অন্য কোনো তথ্য জানা সম্ভব হয়নি।
সম্প্রতি ডিভাইসটির কিছু তথ্য প্রকাশ্যে আনে চীনের সংবাদমাধ্যম গিজমোচীনা। রিপোর্টে বলা হয়েছে, ১২ জিবি এলপিডিডিআর৫ র্যামের শাওমি ১২টি ডিভাইসটিতে থাকবে ২৫৬ জিবি স্টোরেজ। কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটের ব্যবহার থাকবে শাওমির নতুন এই ফোনে। এতে থাকবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ২৭১২ বাই ১২২০ পিক্সেল। থাকবে সর্বাধিক রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
এটি হবে শাওমির নতুন ক্যামেরাকেন্দ্রিক স্মার্টফোন। ফোনটিতে থাকবে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকবে ২০ মেগাপিক্সেল ক্যামেরা।
২০০ মেগাপিক্সেল সেন্সরটি স্যামসাং আইএসওসেল এইচপি৩ হতে পারে, যা আপগ্রেড সেন্সর। আইএসওসেল এইচপি৩ সেন্সর পিক্সেল বিনিং প্রযুক্তির সাহায্যে ৫০ মেগাপিক্সেলের ফটো ক্লিক করতে পারে। লো লাইটে ১২.৫ মেগাপিক্সেলের ছবি তোলা যাবে।
৫ হাজার এমএএইচ ব্যাটারির শাওমির নতুন ফোনে থাকবে ১২০ ওয়াট ফাস্ট চার্জার। টপ-এন্ড শাওমি ১২টি ফ্ল্যাগশিপ ফোনের দাম হতে পারে ৮৫০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।