শাওমির 20000mAh Power Bank: ট্রাভেলারদের আল্টিমেট চার্জিং সলুশন

POWER BANK

আপনি যদি একজন ট্রাভেলার বা টুরিস্ট হয়ে থাকেন তাহলে শাওমির নতুন ২০ হাজার মেগাহার্জের পাওয়ার ব্যাংক আপনার খুবই উপকারে আসবে। মাত্র ২২ ডলারের বা ২৫০০ টাকার মধ্যেই মধ্যেই আপনি ডিভাইসটিকে ক্রয় করতে পারবেন। এখানে যেসব ফিচার দেওয়া থাকবে তা আজকে আর্টিকেল এ আলোচনা করা হবে।

POWER BANK

DESIGN AND BUILD

শাওমি তাদের পাওয়ার ব্যাংকটি অনেক টেকসই করে তৈরি করেছে। আপনি এটিকে হাতে নিতে অনেক কম্ফোর্টেবল ফিল করবেন। নীল কালারের ডিভাইসটি দেখতে বেশ নান্দনিক ও স্টাইলিশ। এটি দেখতে আকর্ষণীয় হওয়ার কারণে আপনার কাছে মনোমুগ্ধকর মনে হবে।

BATTERY AND CAPACITY

এ ডিভাইসের মধ্যে দুইটি হাই কোয়ালিটির 10,000 মেগাহার্জের ব্যাটারি ইন্সটল করার মাধ্যমে বিশ হাজার ক্যাপাসিটির বড় ব্যাটারি বসানো হয়েছে। এটি একসাথে একাধিক ডিভাইস রিচার্জ করতে সক্ষম। এটির মধ্যে স্মার্ট আইডেন্টিফিকেশন চিপসেট রয়েছে যে ফিচারটি বেশি দুর্দান্ত। পাওয়ার ব্যাংকটি বিভিন্ন ডিভাইসের সেফ চার্জিং এবং এফিসিয়েন্সি বুঝতে পারে। পাওয়ার ব্যাংকটি ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

PORTS AND CONNECTIVITY

এ ফোনে USB-C পোর্ট এবং USB-A পোর্ট দুইটাই অ্যাভেলেবল রয়েছে। এটি একই সময় তিনটি ডিভাইসকে একই সাথে চার্জ করতে সক্ষম। যখন আপনি ট্রাভেলের মধ্যে থাকবেন তখন এ বিষয়টি আপনাকে সহায়তা করবেন।

COMPATIBILITY

স্মার্ট আইডেন্টিফিকেশন চিপসেট থাকার কারণে নানা ব্র্যান্ডের ডিভাইস এ পাওয়ার ব্যাংক এর মধ্যে সাপোর্ট করবে। মোবাইল ফোন, ট্যাবলেট, ব্লুটুথ হেডসেট সহ অন্যান্য ডিভাইসের চার্জিং সিস্টেম বুঝতে পারে এটি।

যারা ঘন ঘন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্যুর দিয়ে থাকেন তাদের জন্য এই ডিভাইসটি গেম চেন্জার হতে পারে। সকল ডিভাইস যেনো ফুল চার্জ করা থাকে সে বিষয়টি নিশ্চিত করবে এ পাওয়ার ব্যাংক। হাই স্ট্যান্ডার্ড ক্যাপাবিলিটি মেইনটেইন করেই শাওমি এই ডিভাইসটির তৈরি করেছে। আপনার একমাত্র চার্জিং সলুশন হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।