পকেটে থাকা চাবি বা অন্য কোনো বস্তুর সঙ্গে ঘষা লাগলে স্মার্টফোনের পর্দায় দাগ বা আঁচড় পড়ে থাকে, যা সহজে দূর করা যায় না। এই দাগের কারণে ফোনের সৌন্দর্যহানি হওয়ার পাশাপাশি কাজ করতেও ঝামেলা হয়। এ সমস্যা সমাধানে দেশের বাজারে ‘কর্নিং গরিলা গ্লাস ৫’ পর্দাযুক্ত নতুন স্মার্টফোন এনেছে শাওমি বাংলাদেশ।
‘রেডমি নোট ১৪’ মডেলের ফোনটি হাত থেকে পড়ে গেলেও পর্দা ভেঙে যায় না। দুটি সংস্করণে বাজারে আসা ফোনটির র্যাম যথাক্রমে ৬ ও ৮ গিগাবাইট এবং ধারণক্ষমতা ১২৮ ও ২৫৬ গিগাবাইট। দাম ধরা হয়েছে যথাক্রমে ২৩ হাজার ৯৯৯ টাকা ও ২৬ হাজার ৯৯৯ টাকা। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটির পেছনে ১০৮, ২ ও ২ মেগা পিক্সেলের তিনটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ২০ মেগা পিক্সেলের একটি ক্যামেরা। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলার পাশাপাশি ‘এআই স্কাই’ ও ‘এআই ইরেজ’ টুল ব্যবহার করে দ্রুত ছবি সম্পাদনা করা সম্ভব।
৬.৬৭ ইঞ্চি পর্দার ফোনটিতে মিডিয়াটেকের হেলিও জি৯৯ আলট্রা প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্ডজ। ফলে উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বাচ্ছন্দ্যে ছবি ও ভিডিও দেখা সম্ভব। ফোনটিতে সাড়ে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৩৩ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তিও রয়েছে, ফলে দ্রুত চার্জ করার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ফোনটি পানিরোধী হওয়ায় বৃষ্টিতে ভিজলেও নষ্ট হয় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।