চলতি বছর প্রেক্ষাগৃহ মাতিয়েছে শাকিব খান অভিনীত এবং রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তুফান’। দেশের বাইরে সিনেমাটি মুক্তি পেয়েছিল। সেখানেও প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশে মুক্তির পর সিনেমাটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহ মাতিয়েছিল। এবার জানা গেল ভারতের বিহারে মুক্তি পাচ্ছে তুফান।
তুফান’ পরিবেশনায় আছে ভারতীয় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। শনিবার (৭ সেপ্টেমবর) দুপুরে ‘তুফান’–এর ট্রেলার রিলিজ করে তারা জানায়, আগামী ১৩ সেপ্টেম্বর বিহারে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। ১ মিনিটের ‘তুফান’ ট্রেলারটি করা হয়েছে হিন্দি ভাষায়। সিনেমাটিও ইতিমধ্যে হিন্দিতে ডাবিং হয়েছে। বিহারে সিনেমাটি সেখানকার দর্শক হিন্দি ভাষাতেই দেখবেন।
চলতি মাসে জানা যায় ভারত এবং বাংলাদেশের দুই ওটিটিতে শিগগির আসছে ‘তুফান’। বাংলাদেশের চরকি এবং ভারতের হইচইতে সিনেমাটি আসছে জানিয়েছেন নির্মাতা নিজেই। ওটিটি প্লাটফর্ম দুটি থেকেই জানানো হয়েছে এই খবর।
ছোটবেলায় দেখতে কেমন ছিলেন বাংলার ‘দিদি নম্বর ১’, দেখুন খুদে রচনার সেই ছবি
তুফান-এ শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, হাসনাত রিপন, গাউসুল আলম শাওন, মানব সাচদেব।
সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।