বিনোদন ডেস্ক : শাকিব খান আমার অনেক পছন্দের নায়ক। তিনি এই সময়ের স্বপ্নের নায়ক। তাঁর সঙ্গে আমার ছবি করার ইচ্ছা আছে, জানি না কতটুকু কী হবে, দেখা যাক… শাকিব খান সম্পর্কে এভাবে মূল্যায়ন করছিলেন শাহ হুমায়রা সুবাহ। ইতিমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন সুবাহ। যার মধ্যে বসন্ত বিকেল নামে একটি ছবি মুক্তির আলো দেখতে যাচ্ছে শিগগির।
এরই মধ্যে ‘মন বসেছে পড়ার টেবিলে’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সুবাহ। গত সন্ধ্যায় রাজধানীর বিজয়নগর এলাকার একটি চায়নিজ রেস্তোরাঁয় ছবির মহরত হয়ে গেল। সেখানেই অনুষ্ঠানের এক ফাঁকে কালের কণ্ঠ’র সঙ্গে কথা বললেন সুবাহ। এই সময়ের শীর্ষ নায়ক শাকিব খান সম্পর্কে অনেক উচ্চ ধারণা পোষণ করলেন সুবাহ। যার কারণগুলোও খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলেন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচিত-সমালোচিত্র ‘চিত্রনায়িকা’ তকমা পেতে যাওয়া সুবাহ।
সুবাহ বলেন, শাকিব খান একটি ফুল প্যাকেজ। নাচ, অভিনয়- সব দিক থেকেই শাকিব খান পারফেক্ট। সালমান শাহ যেমন সবার স্বপ্নের নায়ক। এই সময়ের স্বপ্নের নায়ক হলন শাকিব খান। শাকিব খানের বাইরে আমি সেভাবে বলতে পারব না কারো সম্পর্কে, তবে সাইমন সাদিক ভাইয়ার সঙ্গেও আমার অভিনয়ের আগ্রহ রয়েছে।
একটি ছবি মুক্তি না পেলোও ইতিমধ্যে চারটি ছবিতে অভিনয় করে ফেলেছেন। অনেকগুলো ছবির প্রস্তাব ঝুলে রয়েছে বলে জানালেন সুবাহ। এ ছাড়া তিনটি ছবির স্বাক্ষর করা রয়েছে। একটির মহরত হয়ে গেল। ছবি মুক্তির আগেই এত ছবি কিভাবে?
এমন প্রশ্ন করা হলে সুবাহ বলেন, আসলে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন পরিচালক কিংবা প্রযোজক। যাঁরা ছবি নির্মাণ করছেন তাঁরা ভাবছেন হয়তো একেবারে নতুন মুখ নেবেন, আর সামান্য জানাশোনা থাকলে ভালো হয়। সে ক্ষেত্রে আমি প্রথম ছবি সম্পূর্ণ করার পর কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছি। হয়তো এটাকে বিবেচনায় নিয়ে পরের ছবিগুলোতে সুযোগ পেয়েছি।
বসন্ত বিকেলের মুক্তির সময় জানিয়ে সুবাহ বলেন, আমি খুবই সৌভাগ্যবান যে এমন একটি চলচ্চিত্রে অভিনয় করছি। যেহেতু চলচ্চিত্রটির নাম ‘মন বসেছে পড়ার টেবিলে’, সেহেতু মন দিয়েই অভিনয় করার চেষ্টা করব। এটি আমার ষষ্ঠ চলচ্চিত্র। আমার প্রথম কাজ ‘বসন্ত বিকেল’। যেটি আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। আপনারা সবাই মাহি কথাচিত্রের প্রতিটি চলচ্চিত্রর জন্য দোয়া করবেন। দোয়া করবেন আমার জন্যও।
মাহি কথাচিত্রের ব্যানারে মোস্তাফিজুর রহমানের কাহিনি অবলম্বনে রোমান্টিক ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ‘মন বসেছে পড়ার টেবিলে’ শিরোনামে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবদুল মান্নান। এতে আরো অভনয় করেছেন আশিক চৌধুরী, পীরজাদা শহিদুল হারুন, রেবেকা, শামীম আহমেদসহ আরো অনেকেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।