জুমবাংলা ডেস্ক: দক্ষিণ সুদানে চলমান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডেপুটি ফোর্স কমান্ডার মনোনীত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী।
বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানে জাতিসংঘ তার কার্যক্রম শুরু করে ২০১১ সালে। বাংলাদেশ শুরু থেকেই দক্ষিণ সুদানে জাতিসংঘের এই শান্তিরক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত।
বাংলাদেশের ১টি ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের যাত্রালগ্ন থেকে নিয়োজিত রয়েছে। বর্তমানে ১টি পদাতিক কন্টিনজেন্টসহ বাংলাদেশের সর্বমোট ০৩টি কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে UNMISS মিশনে নিয়োজিত। UNMISS মিশনে বর্তমানে ১৬৪৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োজিত রয়েছে।
মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী শিগগিরই দক্ষিণ সুদানে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে যোগদান করবেন। সূত্র: আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।