জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) সামনে এখন দুটি পথ খোলা— শাপলা প্রতীক বরাদ্দ দিতে হবে, অন্যথায় ধানের শীষ ও সোনালি আঁশসহ অনুরূপ প্রতীক তালিকা থেকে বাদ দিতে হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,“শাপলার ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করি আমরা পাবো। এটা না পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি প্রতিবন্ধকতা পাইনি।”
তিনি আরও বলেন,“ইসির সামনে দুটি রাস্তা—একটি হলো ধানের শীষ, তারা, সোনালি আঁশের মতো প্রতীক বাতিল করা; অন্যটি হলো আমাদের শাপলা দেওয়া। আমরা চাই, কারও প্রতীক বাতিল না হোক। তবে আমরা শাপলা পেতে আইনি বা রাজনৈতিক কোনো বাধা দেখছি না।”
নাসীরুদ্দীন দাবি করেন, বৈঠকে ইসি সরাসরি কোনো উত্তর না দিলেও ‘নিশ্চুপ থাকাকে সম্মতির ইঙ্গিত’ হিসেবে ধরে নিয়েছেন তারা।
“আমরা ধরে নেবো, তারা সম্মতি প্রকাশ করেছেন—যেভাবে বিয়ের ক্ষেত্রে নীরব সম্মতি প্রকাশ করা হয়,” বলেন এনসিপির এই নেতা।
এর আগে এনসিপি দলীয় নিবন্ধন, নবীন ভোটার অন্তর্ভুক্তি এবং প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণসহ একাধিক দাবি তুলে ধরে ইসির সঙ্গে বৈঠক করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।