বিনোদন ডেস্ক: ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটির নতুন সিজন আসবে কি না, এ নিয়ে শঙ্কা ছিল ভক্ত-দর্শকদের মনে। অবশেষে সেই শঙ্কা দূর হতে চলেছে। ১১ মার্চ থেকে প্রচার শুরু হতে যাচ্ছে জনপ্রিয় এই ধারাবাহিকটির চতুর্থ সিজন।
আজ রবিবার সকালে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন অমি।
এসময় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সকল অভিনয়শিল্পী ও কলাকুশলী উপস্থিত ছিলেন।
নতুন এই সিজনে কী কী থাকছে? এই ধারাবাহিকে শিমুল চরিত্রে অভিনয় করা শিমুল শর্মার নিকট প্রশ্ন করা হয়েছিল। কালের কণ্ঠকে শিমুল বললেন, ‘এটা এখনো আমরা বলতে পারছি না, কেননা অন এয়ার হবার আগে বলে দিলে তো হবে না। তবে শুধু এটা বলছি, এবারের ব্যাচেলর পয়েন্ট আগের সিজনের চেয়েও বেশি আকর্ষণীয় হবে। ’
ধারাবাহিকটিতে শিমুলের বড়ভাই কাবিলা, যার আসল নাম জিয়াউল হক পলাশ। পলাশ বললেন, ‘এবারের সিজনে নতুন অনেক কিছুই থাকবে যার ইঙ্গিত দেওয়া হয়েছে থিম সংয়ে। সেখানে আপনারা পাশা ভাইকে দেখেছেন জেলের পোশাকে। তার মানে নিশ্চয়ই কিছু রহস্য আছে। আপনারা আমাকে দেখেছেন এমপি হয়ে হাত নাড়ছি, এখানেও নিশ্চয়ই কিছু একটা হবে। থিম সং খুব ভালো করে দেখলে লক্ষ্য করবেন এটি বেশ কালারফুল, নতুন অনেক কিছুর ঈঙ্গিত তো আছেই। ’
‘ব্যাচেলর পয়েন্ট’-এ এবার যোগ দিয়েছেন নতুন দুই অভিনয়শিল্পী। তারা হলেন পারসা ইভানা ও আশুতোষ সুজন।
‘ব্যাচেলর পয়েন্ট’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে পারসা ইভানা বললেন, ‘‘এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার। আমি ‘দই’ নাটকে শাবনূর চরিত্রে অভিনয় করেছি। আর এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করতে যাচ্ছি। অভিনেত্রী হিসেবে আমি অনেক এক্সাইটেড। দর্শকও নতুন কিছু পাবেন। ’’
১১ মার্চ থেকে প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৮টা ২৫ মিনিটে বাংলাভিশন টিভিতে প্রচারিত হবে ধারাবাহিকটির নতুন সিজন। এরপর রাত ৯টায় সেটা দেখা যাবে ধ্রুব টিভিতে।
হাইকোর্টের রায় স্থগিত, সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না জায়েদ-নিপুণ কেউ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।