জুমবাংলা ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গবেষণা প্রকল্পগুলো এগিয়ে নিতে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক। খবর ইউএনবি’র।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের-২ এর সিন্ডিকেট সভাকক্ষে পূবালী ব্যাংক লিমিটেড এ অনুদানের চেক হস্তান্তর করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গবেষণার বিকল্প নেই। সামগ্রিকভাবে সারাদেশে সুশাসন, শিক্ষা, গবেষণা ও উন্নয়নের মাপকাঠিতে দেশ সেরা আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পগুলো এগিয়ে নিতে পূবালী ব্যাংকের এ অনুদান অতীতের মতো কার্যকরী ভূমিকা রাখবে।
২০২০-২১ অর্থবছরে গবেষণাখাতে ৪ কোটি ২০ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের প্রতিটি গবেষণা টার্নএটইন সফটওয়্যার দ্বারা পরীক্ষিত। এখানে প্লেগারিজম (অন্যের লেখা চুরি) করার কোনো সুযোগ নেই।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক এস এম সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক এরশাদুল হক, সিলেট আঞ্চলিক শাখার উপ-মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান খান, উপমহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী, পূবালী ব্যাংক শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক এস এম মহিদুল ইসলাম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।