জুমবাংলা ডেস্ক: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তৃতীয় সমাবর্তনে বক্তা হচ্ছেন বিশিষ্ট লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। খবর ইউএনবি’র।
মঙ্গলবার শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সমাবর্তনের আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে গ্রাজুয়েটদের নিবন্ধন শেষ হওয়ার দিকে।
আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া শাবির এ সমাবর্তনে অংশ নিতে এখন পর্যন্ত ৬ হাজারের বেশি গ্রাজুয়েট আবেদন করেছেন বলেও জানান উপাচার্য।
সিলেটের কৃতি সন্তান অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসরের পর তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) কর্মরত রয়েছেন।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৬ সালে মাধ্যমিক পাস করা অধ্যাপক মনজুরুল ১৯৬৮ সালে সিলেট এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।
পরবর্তীতে ১৯৭১ ও ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পর্যায়ক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮১ সালে কানাডার কুইন্স বিশ্ববিদ্যাল থেকে ইয়েটস-এর কবিতায় ইমানুয়েল সুইডেনবার্গের দর্শনের প্রভাব বিষয়ে পিএইচডি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।