জুমবাংলা ডেস্ক: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় সাংসদ শামীম ওসমান বিএনপিপন্থি প্রার্থী তৈমুর আলম খন্দকারের পক্ষে কাজ করছিলেন বলে অভিযোগ ছিল। কিন্তু সোমবার এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে নৌকার মেয়র প্রার্থী আইভি রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, সারাদিন আমি রাস্তায়, অপেক্ষা করেন। সবসময় সব কথা বলার কোনো প্রয়োজন নাই। আমার নৌকার জোয়ার এমনিই উঠেছে। এই শহরে (নবীগঞ্জ, বন্দর, কদম রসুল, সোনাকান্দা, সিদ্ধিরগঞ্জ, নদীর ওপার, নারায়ণগঞ্জ) নৌকার এমন জোয়ার উঠেছে, এই জোয়ার কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। আমি বেশি কথা বলতে চাই না।
সংবাদ সম্মেলন করে শামীম ওসমান নিজের অবস্থান পরিষ্কার করেছেন এমন প্রশ্নের জবাবে আইভি রহমান বলেন, আমি এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। আমি কোনো অভিযোগও করিনাই। আমি তৈমুর আলম খন্দকারেরর বিরুদ্ধে কথা বলেছি। আমি আমার জনগণকে নিয়ে আছি, আমি আমার জনতা নিয়েই থাকতে চাই। কে কি বলল না বলল সেটা আমার বিবেচ্য বিষয় নয়। আমার বিবেচ্য বিষয় হলো- আমার প্রতিদ্বন্দ্বী আমাকে কি বলল, আমাকে সেটা খন্ডন করতে হবে। আমি অন্য কোথাও কোনো কথা বলতে চাই না।
আইভি রহমান মহান রাব্বুল আলামীনের প্রতি শুকরিয়া এবং নৌকার প্রার্থী করায় শেখ হাসিনার ওপর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার আস্থা সবসময় আমার জনগণ। উনি (শামীম ওসমান) কীভবে মাঠে থাকবেন, উনি একজন সংসদ সদস্য। আচরনবিধি লঙ্ঘন হবে তারা মাঠে থাকলে। আমি আবারও গনমাধ্যমের কাছে বলি আমার আস্থা সবসময় জনগনের প্রতি আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। এর বাইরে আর কিছু বলতে চাই না।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে খানপুরে নির্বাচনী প্রচারনায় একথা বলেন তিনি।
আইভী বলেন, যেকোন প্রার্থীর ভেতরে শংকা থাকে। আমি তার বাইরে কেউ না। আমি অবশ্যই চাইবো নারায়ণগঞ্জের পরিবেশ সুন্দর থাকুক। প্রশাসন যেন নিরপেক্ষ থাকে, এ্যাক্টিভ থাকে। আমার ভোটাররা যেন ভোট দিতে যেতে পারে সে ব্যাবস্থা যেন করা হয়। যে কোন প্রার্থী অভিযোগ জানাতে পারে। কিন্তু বিগত দিনের ইতিহাস নারায়ণগঞ্জের নির্বাচনের পরিবেশ যতই টানটান থাকুক নির্বাচনের দিন এখানে সুষ্ঠু নির্বাচন হয়। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যায়। আশাকরি এবারও সেই রকম পরিবেশ থাকবে।
তিনি বলেন, আমি প্রচারনায় ব্যস্ত তাই সঠিক জানি না। তবে আমরাই তো বলি সব ধরনের অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হোক। ৷ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তাদের গ্রেপ্তার করা হোক। এটা সব প্রার্থীরই চাওয়া থাকে। উনি (তৈমূর) বলে পরিবেশটা সুন্দর থাকুক, আমিও বলি পরিবেশটা সুন্দর থাকুক। আমি চাই এমন কোন ঘটনা যেন না ঘটে যার কারণে সমস্যা সৃষ্টি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।