গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: উপনির্বাচনে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী নাহিদা আক্তার রুমা।
আজ (২৯ অক্টোবর) সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোট গণনা শেষ রুমাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাহিদা আক্তার রুমার আনারস প্রতীক পেয়েছে ৫ হাজার ১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহানা আক্তার পেয়েছেন ৩ হাজার ৪৬৭ ভোট এবং বিএনপির মনোনীত প্রার্থী আবু তাহের মন্ডল শামীম মণ্ডল পেয়েছেন ৩ হাজার ৩৩১ ভোট।
শালমারা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন তালুকদারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পরিষদের ১০ জন সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অভিযোগ করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দেয়ায় পদটি শূন্য হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।