শাহরুখ খানের সিনেমা মানেই হিট। বিরতি শেষে পর্দায় ফিরেও রাজ করছেন তিনি। একই বছর পর পর তিনটি সিনেমা দিয়ে আবারও প্রমাণ দেন, বিরতিতে থাকলেও তার জনপ্রিয়তার এতটুকু কমতি হবে না। সত্যিকার অর্থেই বলিউড বাদশা তিনি।
ওই তিনটি সিনেমার একটি হলো— রাজকুমার হিরানি নির্মিত সিনেমা ‘ডাঙ্কি’। গেল বছর ক্রিসমাসের সময়ে একই দিনে বক্সঅফিসে মুক্তি পেয়েছিল ‘সালার’ এবং শাহরুখের এই সিনোমটি।
দুটি সিনেমা একই দিনে মুক্তি পাওয়াতে বক্সঅফিসে ব্যবসা ভাগ হওয়ার পাশাপাশি শাহরুখ-প্রভাসের ভক্তদরে মধ্যেও শুরু হয়েছিল ঠান্ডা যুদ্ধ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন ‘কেজিএফ’ নির্মাতা প্রশান্ত নীল। যেখানে শাহরুখের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
এ প্রসঙ্গে প্রশান্ত নীল বলেন, এক বছর আগে থেকেই মুক্তির তারিখ ঘোষণা করে রেখেছিল ‘ডাঙ্কি’। রাজু স্যার শাহরুখ স্যারের মতো মানুষ আমাদের ইন্ডাস্ট্রির মুখ। আমি ডাঙ্কির গোটা টিমের কাছে ক্ষমা চাইচ্ছি। আমরা সত্যিই চাইনি একই দিনে এরকম কিছু হোক।
নির্মাতা আরও বলেন, যদি কোনো সংস্থা অথবা ব্যক্তি তাদের সিনেমা মুক্তির কথা ঘোষণা করে রাখে তাহলে পরে এসে সেই তারিখেই ভাগ বসানো মোটেই ঠিক কথা নয়। সমর্থনযোগ্য নয়।
দুঃখ প্রকাশ করে প্রশান্ত নীল বলেন, কিন্তু আমাদের কাছে ওইদিন সালারকে বড়পর্দায় নিয়ে আশা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কারণ, জ্যোতিষী আমাদের জানিয়েছিলেন ওই তারিখটি আমাদের সিনেমা মুক্তি পাওয়ার দিন হিসাবে অত্যন্ত শুভ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।