শাহরুখের ‘জওয়ান’ নিয়ে সালমানের ঘোষণা

যখন ঢালিউডে চলছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী শাকিব-নিশোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা, তখনই যেন অন্যরকম বার্তা এলো পাশের ইন্ডাস্ট্রি বলিউড থেকে। আবারও তারা দেখালো, কেমন করে কাঁধে কাঁধ রেখে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হয়।

অনেকেই জানান ‘পাঠান’ ঝড়ের পর শাহরুখ হাজির হচ্ছেন দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের ‘জওয়ান’ নিয়ে। হিন্দির সঙ্গে তামিল ও তেলুগু ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জওয়ান’। তার আগেই ন্যাড়া মাথার লুক-ট্রেলার প্রকাশ করে ঝড় তুলে দিয়েছেন বলিউড বাদশাহ।

সেই ঝড়ে দমকা হাওয়া জুড়ে দিলেন বলিউড ভাইজান সালমান খান। টুইট করে বসলেন ‘জওয়ান’ নিয়ে। ঘোষণা দিলেন, ছবিটি প্রথম দিনই হলে গিয়ে দেখার আগ্রহ। সেই টুইটের পাল্টা জবাবও এলো শাহরুখ খানের পক্ষে। শুরু হলো এই দুই টুইট নিয়ে বাদশাহ-ভাইজান ভক্তদের উন্মাদনা।

১১ জুলাই সলমান টুইট করেন এভাবে, ‘‘পাঠান’ এখন ‘জওয়ান’ হয়ে গেছে। অসাধারণ ট্রেলার। বলতে বাধ্য হচ্ছি এমন সিনেমা শুধু বড়পর্দায় দেখতেই ভালো লাগে। প্রথম দিনই এই ছবি দেখতে যাব আমি। দারুণ মজা হবে। শাহরুখ তোমায় অনেক শুভেচ্ছা।’’

ভাইজানের এই শুভেচ্ছা পেতেই আনন্দে আত্মহারা কিং খান। আবেগতাড়িত শাহরুখ ফিরতি টুইটে বললেন, ‘ভাইজান, এজন্যই তো আপনাকে সবার আগে দেখিয়েছিলাম। আমায় শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। আমি আগে থেকেই প্রথম দিনের টিকিট বুকিং করে নিয়েছি। একসঙ্গে যাবো না হয়।’

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বলিউডের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী ও বিশাল পরিসরের সিনেমা এটি। যেখানে হিন্দি ও তামিল সিনেমার অনেক তারকা অভিনয় করেছেন। এর বাইরে বিশাল আয়োজনের সেট, শত শত জুনিয়র শিল্পী ছবিটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

ছবিটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। আছেন এ সময়ের দাপুটে অভিনেতা বিজয় সেতুপথি। এছাড়া তাপসী পান্নু, প্রিয়মনি, দীপিকা পাড়ুকোন, সানিয়া মালহোত্রাকেও দেখা যাবে ছবিটিতে। শুধু তাই নয়, তামিল সুপারস্টার থালাপতি বিজয়ও নাকি এ ছবিতে অতিথি চরিত্রে হাজির হচ্ছেন।

‘জওয়ান’-এ শাহরুখ খানকে দুই ধরনের চরিত্রে দেখা যাবে। একটিতে তিনি নায়ক, অন্য রূপে ভিলেন। তবে রহস্যের পরিষ্কার হবে সিনেমার শেষে। যেটার জন্য অপেক্ষা করতে হবে আরও দুই মাস।

রহস্য অটুট রেখে ট্রেলারের ক্যাপশনে শাহরুখ খান বলেছেন, ‘আমি কে, কে নই, জানার জন্য প্রস্তুত আছো?’

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস