শাহরুখ অন‍্য কোনো মেয়ের সঙ্গে থাকলে আমিও নতুন সঙ্গী খুঁজে নেব: গৌরী

শাহরুখ-গৌরী

বিনোদন ডেস্ক : বিনোদন দুনিয়ায় সম্পর্ক কাঁচের মতোই ঠুনকো। এই আছে তো এই নেই। কিন্তু হিন্দি ইন্ডাস্ট্রিতে এমনো অনেক জুটি আছে যারা এই অপবাদ নস‍্যাৎ করে এখনো পর্যন্ত সুখে শান্তিতে সংসার করছে।
শাহরুখ-গৌরী
একে অপরের প্রতি বিশ্বাস, ভালবাসা আর সম্মানই সম্পর্ক টিকিয়ে রাখতে যথেষ্ট, এমনটাই মনে করেন তাঁরা। আর এই তালিকায় সর্বাগ্রে নাম আসবে শাহরুখ খান এবং গৌরী খানের।

১৯৯১ সালে প্রেম করে বিয়ে করেন শাহরুখ গৌরী। দুজনের আলাদা ধর্ম বাধা হয়ে দাঁড়াতে দেননি কিং খান। অভিনেতার এই দীর্ঘ সফরে শুরু থেকেই পাশে ছিলেন গৌরী। তিনি নিজেও নিজের জায়গায় প্রতিষ্ঠিত। নামী ইন্টিরিয়র ডিজাইনার শাহরুখ-পত্নি। ৩০ বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন দুজনে। কিন্তু তাঁদের মধ‍্যে সম্মান এতটুকু কমেনি। এখনো অনেক তরুণ জুটির কাছে আদর্শ শাহরুখ গৌরী।

প্রেমিকের সঙ্গে খোলামেলা টাইট পোশাকে অজয় ​​দেবগনের মেয়ে