শাহরুখ খানকে দেয়ার মতো হাতে সময় নেই আল্লু অর্জুনের
বিনোদন ডেস্ক: আল্লু অর্জুন এখন দক্ষিণের সীমানা ছাড়িয়ে সর্বভারতীয় সুপারস্টার। শাহরুখ খানের সঙ্গে কাজের সুযোগও মিলেছিল সম্প্রতি। কিন্তু ভক্তদের হতাশ করে সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন। কারণ সময়ের ভীষণ অভাব। খবর হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় আল্লুকে ক্যামিও চরিত্র অফার করা হয়েছিল। এই ছবি দিয়ে তার বলিউডের অভিষেক হতে পারত। কিন্তু সুযোগটি আমলে নিলেন না তিনি।
ভীষণ কাজের চাপে রয়েছেন আল্লু অর্জুন। শিডিউল একরত্তিও ফাঁকা নেই। বর্তমানে তিনি ব্লকবাস্টার ‘পুষ্পা’র সিক্যুয়েল নিয়ে তুমুল ব্যস্ত। শুধু মারপিটের প্রশিক্ষণেই সময় নিচ্ছেন দুই মাস। সেই ‘ধ্যান-জ্ঞান’ ছেড়ে শাহরুখের সঙ্গে কাজ করা অসম্ভবই। যদিও ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্র অফার করা হয়েছিল তাকে।
‘পাঠান’ ঝড়ের মাঝে শাহরুখ ভক্তরা যখন জানতে পারেন আল্লু অর্জুনকে দেখা যাবে কিং খানের পরের ছবিতে, তারা খুশিই হয়েছিলেন। কিন্তু পরে জানা গেল, আপাতত দুই তারকার এক হওয়ার সম্ভাবনা নেই।
আল্লু অর্জুন না থাকলেও ‘জওয়ান’-এ অন্য দুই জনপ্রিয় দক্ষিণী তারকাকে কিন্তু দেখা যাবে। বিজয় সেতুপতি ও নয়নতারা আছেন এই ছবিতে।
মাঝরাতে কার বাড়ি থেকে বেরুলেন সুশান্তের আলোচিত সেই প্রাক্তন প্রেমিকা!
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.