বিনোদন ডেস্ক : ভারতের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শেষশঘ্যায় বলিউড অভিনেতা শাহরুখ খানের শ্রদ্ধা নিবেদনের ছবিটি ছড়িয়ে পড়েছে সর্বত্র। লতার মরদেহ দেখা না গেলেও শাহরুখকে দেখা যায় ‘দোয়া’ করতে। অনেকেই এই ছবি নিয়ে প্রশংসা করলেও কারও কাছে এই ছবি ‘বিতর্কিত’।
হরিয়ানার এক বিজেপি নেতা প্রকাশ্যেই জানতে চেয়েছেন, প্রার্থনার নামে শাহরুখ খান সুরসম্রাজ্ঞীকে ‘অসম্মান’ করেননি তো? কারণ তার সন্দেহ, বলিউড অভিনেতা লতার শেষশঘ্যার সামনে থুতু ছিটিয়েছেন!
আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, শাহরুখকে দেখা যায় মোনাজাত করে দোয়া করতে। পাশেই দুই হাত জোর করে শ্রদ্ধা জানাতে দেখা যায় তার ম্যানেজার পূজা দাদলানিকে। পাশাপাশি দুই ধর্মীয় রীতিতে শ্রদ্ধা জানানোর সেই দৃশ্যটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
সুপারস্টারের প্রার্থনার প্রশংসা করেন অনেকেই। কিন্তু এর মধ্যেই এক বিজেপি নেতার টুইটে বিতর্ক দানা বাঁধে। অরুণ যাদব নামের ঐ নেতা টুইটারে শাহরুখের প্রার্থনার ভিডিও শেয়ার করে জানতে চান, ‘ইনি কি থুতু ছিটালেন?’
ঐ বিজেপি নেতার টুইটারে ‘ভেরিফায়েড অ্যাকাউন্ট’ রয়েছে। অরুণের টুইটে অনেককেই এরপর শাহরুখ বিরোধী মন্তব্য করতেও দেখা যায়। শাহরুখ অবশ্য কোনো ছবি বা ভিডিও নিয়েই মন্তব্য করেননি। তবে ব্যাখ্যা দিয়েছেন শাহরুখ ভক্তরাই। ঐ বিজেপি নেতার সমালোচনা করে তারা বলেছেন, শিল্পীকে কোনোভাবেই অসম্মান করা হয়নি।
এদিকে কিং খানের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী-রাজনীতিক ঊর্মিলা মাতন্ডকর। সমাজকে দুষে বলেছেন, ‘আমাদের সমাজের এতখানি অবক্ষয় হয়েছে যে আজকাল প্রার্থনাকেও আমরা থুতু বলে ভুল করছি! আর এমন অভিযোগ যাকে নিয়ে উঠছে, সেই মানুষটা অসংখ্য আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন! রাজনীতি এত নিচে নেমেছে দেখে দুঃখ হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।