বিনোদন ডেস্ক : মডেল মারিয়া মিম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। তার সাজ ও পোশাকের কারণেও আলোচনায় আসেন তিনি। বিদেশ সফরের সময় খুবই আলোচিত হন তিনি।
কেননা সফরের সময় ক্রমেই পোশাক ও লুক দুটোইতে ফ্যাশন সচেতনতার ছোঁয়া দেখা যায় তাকে।
ইউরোপ সফরে মিম
সম্প্রতি মিম অভিযোগ করলেন, পোশাকের কারণে তিনি বেশ সমালোচনার মুখে পড়েন ও কটুকথা শুনতে হয় তাকে। বিশেষ করে তার বিরুদ্ধে অভিযোগ আসে তিনি নাকি ছোট পোশাক পরেন। শুধু তা-ই নয়, শাড়ি পরার কারণেও উকিল নোটিশ পেয়েছেন তিনি। বুধবার সন্ধ্যায় এমনটাই জানালেন মারিয়া মিম।
ইউরোপ সফরে
এর আগে বিষয়টি নিয়ে ফেসবুকে মারিয়া মিম লেখেন, ‘ছোট ড্রেস মনে হয় বাংলাদেশে আমিই পরি। আর কাউকে দেখেন না আপনারা? আমার ড্রেস নিয়ে কথা বলেন কেন ভাই? অন্য মডেলরা বাংলাদেশে বিকিনি পরে ছবি দেয়, কত ধরনের ছবি দেয়, ওগুলো কিছু না? আমি যদি ওদের মতো ছবি দিতাম তাহলে তো বাংলাদেশে আগুন লেগে যেত। ’
ফ্রান্সে আইফেল টাওয়ারের সামনে
শুধু তা-ই নয়, শাড়ি পরেও এই মডেল উকিল নোটিশ পেয়েছেন। বললেন, ‘আমি শাড়ি পরে ছবি তুললেও উকিল নোটিশ পাঠায়। কেন? আমি যেটাই পরি না কেন আমাকে অ্যাট্রাক্টিভ লাগে, এটা আমার ফল্ট নয়। ’
মিম বলেন, ‘আমি জানি না মানুষ কেন আমার পেছনে থাকে। আমি একজন মডেল, আমার পোশাক নিয়ে মানুষের এত মাথাব্যথা কেন বুঝে উঠতে পারি না। একটা সিম্পল শাড়ি পরার জন্য আমাকে উকিল নোটিশ পাঠিয়েছিল একজন। আমি অবাক হয়ে গেছি। এটা কয়েক মাস আগের ঘটনা। ’
এই ছবিটির কারণেই নাকি উকিল নোটিশ পেয়েছিলেন
২০১২ সালের ২৪ মে মারিয়া মিম ও সিদ্দিকের বিয়ে সম্পন্ন হয়। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন। ২০১৯ সালে তারা আলাদা হয়ে যান। এরপর মডেলিংয়ে মনোযোগ দেন মিম। সিনেমার পাশপাশি ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে কাজ করবেন বলে জানালেন। সূত্র : কালের কণ্ঠ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।