আমাদের পছন্দের মানুষের সাথে বা প্রিয়জনের সাথে সম্পর্ক নিয়ে প্রায় সময় জটিল সমস্যা তৈরি হতে পারে। অনেক সময় এসব সমস্যার সমাধান নিজ থেকে খুঁজে পাওয়া সম্ভব হয় না। যুক্তরাষ্ট্রের এক সাইটে একজন যুবকের সম্পর্ক নিয়ে টানা-পোড়নের কথা এবং তার সমাধান কী হতে পারে সে সম্পর্কে তথ্য তুলে ধরেছে যা আজকের আর্টিকেল আলোচনা করা হবে।
ওই যুবক জানায় যে তার বয়স মাত্র ২২ বছর। তিনি একজন মেয়ে বন্ধুর সাথে পরিচিত হোন এবং তার সাথে সময় কাটাতে তিনি খুব পছন্দ করেন। তারা একসাথে ডেটিংয়ে গিয়েছে এবং যুবক মনে করেছিল এ বন্ধুত্বে আস্থা রাখা সম্ভব। তাদের সম্পর্ক পরবর্তী সময়ে বন্ধুত্ব থেকে আরও সামনে গড়ায়। একটা সময় পর হওয়ার পর ওই মেয়ে জানায় তিনি এ সম্পর্কে ক্লান্ত এবং ব্রেকআপ করতে চায়। পরবর্তী সময়ে এ সম্পর্কের ইতি ঘটে।
ব্রেকআপের পরেও তারা ভালো বন্ধু হিসেবে থাকার চেষ্টা করেছে। সে এ সময়ে অন্য এক পুরুষ ব্যক্তির সাথে পরিচিত হন এবং তার সম্পর্কে নানা প্রশংসা করতে থাকে। তবে ওই যুবক কিছুটা হতাশ ছিল। কেননা সে আসলেই মেয়েটিকে অনেক বেশি পছন্দ করত। যুবকটি মনে করে হয়তো মেয়েটি তাকে ওইভাবে কখনো পছন্দই করেনি।
যুবক তার মনের সকল বেদনার কথা এক কাছের বন্ধুর কাছে শেয়ার করে। ওই বন্ধু তার মেসেজের সকল স্ক্রিনশট নিয়ে মেয়ের কাছে পাঠিয়ে দেয়। যুবকটি জানার পর বেশি কষ্ট পায় এবং তার বন্ধু এবং মেয়ে দুজনকে ব্লক করে দেয়।
মেয়েটি জানার পর যুবকটিকে রিকোয়েস্ট করে যেন আনব্লক করে দেয়া হয়। কেননা সে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। মেয়েটি জানায় সে তাকে এখনো পছন্দ করে এবং এ সম্পর্কের মধ্যে ফিরে আসতে চায়।
এরকম অবস্থায় ওই যুবকের কি করা উচিত?
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার কাছের বন্ধু প্রাইভেসি ফাঁস করে ভুল করেছে। কাজেই ওই বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করা বা তার থেকে দূরে থাকার মধ্যে কোন সমস্যা নেই। তবে মেয়েটি যেহেতু ফিরে আসতে চায় বা গুরুত্বপূর্ণ কথা বলতে চায় সেক্ষেত্রে তাকে আনব্লক করা যেতে পারে এবং সে কি বলতে চায় তা শুনতে চাওয়াটা খারাপ নয়।
তবে যদি এরকম হয় যুবকটি বর্তমানে দু’জনের কারো সাথেই সম্পর্ক বজায় রাখতে আগ্রহী না তাহলে সেটি ঠিক আছে। তবে মেয়েটিকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলা এবং ভুল বোঝাবুঝি থাকলে তার সমাধান করাটা বুদ্ধিমানের কাজ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।