নিজস্ব প্রকিবেদক, গাজীপুর: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম টানা আটদিন ধরে বন্ধ রয়েছে। বুধবার (২০ আগস্ট) শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে এবং ফ্যাসিবাদের দোসর ও তাদের প্রতিষ্ঠার অপচেষ্টাকারীদের প্রতি লাল কার্ড প্রদর্শন করে আন্দোলন চালিয়ে যায়।
গত ১৩ আগস্ট থেকে বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় বুধবার তারা কলেজের কলাপসিবল গেটে তালা লাগিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ লেখা ব্যানার টাঙিয়ে অবস্থান নেয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে শিক্ষক মো. জামাল উদ্দিন ভূঁইয়া, মো. তাজুল ইসলাম ও মো. মোখলেছুর রহমানকে বদলির দাবি করা হয়েছিল। কিন্তু সাত কর্মদিবস পার হলেও দাবি পূরণ হয়নি। বরং অধ্যক্ষ প্রহসনমূলক ক্লাস রুটিন প্রকাশ করেছেন। এ কারণেই তারা কলেজে সম্পূর্ণ শাটডাউনের ডাক দিয়েছেন।
এদিকে, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সাধারণ শিক্ষার্থীরা গাজীপুরের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছে, যাতে আন্দোলনের বিপক্ষ শক্তির বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।
কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান চয়ন বলেন, “শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষায় স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
অন্যদিকে কলেজের অধ্যক্ষ উম্মে সালমা খানম বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত এই জটিলতার অবসান ঘটবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।