জুমবাংলা ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের প্রকোপে লকডাউন গোটা দেশ। এর মধ্যে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। চলমান এই লকডাউনে টিউশনি হারিয়ে মেসভাড়া পরিশোধে বিপাকে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। উপায়ন্ত না পেয়ে সম্প্রতি এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে খোলা চিঠি দিয়েছেন তারা। শিক্ষার্থীদের এই দাবি আমলে নিয়ে মেসভাড়া মওকুফের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এ বিষয়টি নিয়ে বুধবার (৬ মে) কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেনের সঙ্গে কথা বলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ইবি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রতি আমি সহানুভূতিশীল। জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, উনি বিষয়টি পজিটিভলি দেখবেন বলে জানিয়েছেন।’
এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, ‘আমার কাছে মেস মালিকদের লিস্ট পাঠালে আমি তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।