বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কয়েক মাসের মধ্যেই বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮। সেফটি কোরিয়ার সার্টিফিকেশন উপাত্তে এর আভাস পাওয়া গেছে। মাইস্মার্টপ্রাইস নামে একটি গ্যাজেট গবেষণা সংস্থা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওয়েবসাইট লিস্টিংয়ে গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রা মডেলের ছবি দেয়া হয়েছে। ছবিগুলো থেকে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮, গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস ও গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রার ফ্রন্ট প্যানেলের ধারণা পাওয়া যায়।
ওয়েবসাইট লিস্টিংয়ের তথ্যানুযায়ী, বাজারে গ্যালাক্সি ট্যাব এস৮-এর মডেল নম্বর এমএম-এক্স৭০৬এন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিভাইসের স্ক্রিন ঘিরে পুরু ফ্রেম রয়েছে। ট্যাবের ডান দিকের কোনায় ফ্রন্ট ক্যামেরা থাকবে। তথ্য বলছে, ডিভাইসটির এলএসডি স্ক্রিন ১১ ইঞ্চির।
এছাড়া স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট-সংবলিত ডিভাইসটির পেছনে ডুয়াল ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের। ক্যামেরার সঙ্গে ৫ মেগাপিক্সেলের সেন্সর ও এলইডি ফ্ল্যাশ থাকবে। সেলফি ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্যালাক্সি ট্যাব এস৮-এ থাকছে আট হাজার এমএএইচের ব্যাটারি। দ্রুত চার্জের জন্য থাকছে ৪৫ ওয়াটের ব্যাটারি।
ওয়েবসাইটের তথ্যে গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাসের মডেল নম্বর এমএম০এক্স৯০৬এন। তিনটি আসন্ন মডেলের মধ্যে সবচেয়ে সরু ফ্রেম এস প্লাসের। ট্যাবের ডান দিকে কোনায় সেলফি তোলার সুবিধার্থে একটি ওয়াটার ড্রপ নচও রয়েছে ডিভাইসটিতে। গিকবেঞ্চের তথ্যমতে, এস৮ প্লাসে সর্বাধুনিক চিপসেট স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ১ এসওসি ব্যবহার হয়েছে। ডিসপ্লেটি ১২০ হার্জসম্পন্ন ১২ দশমিক ৪ ইঞ্চির অ্যামোলেড হবে। মডেলটিতে ১০ হাজার ৯০ এমএএইচের ব্যাটারি থাকবে বলে জানা গেছে।
বড় স্ক্রিন, শক্তিশালী প্রসেসর ও ব্যাটারির কারণে বিশ্লেষকদের ধারণা সিরিজের নতুন ডিভাইসগুলোর অন্তত দুটি ট্যাবলেট পিসি বাজারে অ্যাপলের আইপ্যাড প্রোয়ের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।