শেখ মানিক, নরসিংদী থেকে : নরসিংদীর শিবপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মরহুম সুবেদার মেজর মনসুর আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। ট্রাইবেকারে ৩-৪ গোলে জয়লাভ করে সাধারচর ইউনিয়ন স্পোর্টিং ক্লাব।

খেলার সভাপতিত্ব করেন লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আবদুল বাতেন বিএসসি। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও মানবিক মেয়র আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল। খেলার উদ্বোধন করেন নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বাবু বিজয় কৃষ্ণ গোস্বামী, নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, বাবু রঞ্জন সাহা ও নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু ভাই। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন ও দুলালপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেরাজুল হক মেরাজ।
খেলার আয়োজক মরহুম সুবেদার মেজর মনসুর আহম্মেদ এর সুযোগ্য উত্তরসূরী, নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও মাননীয় শিল্পমন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লা আল মঈন (ঝুটন)।
ফুটবলপ্রেমী হাজার হাজার মানুষ প্রাণভরে খেলা উপভোগ করেছে। খেলার প্রথম পুরস্কার নগদ এক লক্ষ টাকা। খেলায় ধারাভাষ্যকার ছিলেন মুহম্মদ ইব্রাহিম খলিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


