নিজস্ব প্রতিবেদক : শীতের আগাম সবজি সরবরাহ বাড়লেও বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি।শিম, ফুলকপি, পাতাকপি সবকিছুরই বাড়তি দাম। তবে এরমধ্যে মুলার কেজি বিক্রি কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা কেজি।
এছাড়া পেঁয়াজ ও সবজির চড়া দামের মধ্যে বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে বয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে এবং ডিমের দাম বেড়েছে ডজনে ১০ টাকা।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ানবাজার, হাতিরপুল, সেগুনবাহগচাবাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে,
শীতের আগাম সবজি শিমের কেজি গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। ছোট আকারের ফুলকপি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা পিস, যা গত সপ্তাহে ছিল ৪০-৫০ টাকা। ফুলকপির মতো কিছুটা দাম কমেছে পাতাকপি ও মুলার।
গত সপ্তাহে ৪০-৫০ টাকা পিস বিক্রি হওয়া পাতাকপির দাম কমে ৩০-৪০ টাকায় নেমে এসেছে।
এদিকে আজ বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৩০-১৩৫ টাকা। বয়লার মুরগির দাম বাড়লেও লাল কক ও পাকিস্তানি লেয়ার মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে। লাল কক মুরগির কেজি বিক্রি হচ্ছে ২১০-২১৫ টাকা এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৫০-২৬০ টাকা।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.