সিনেমা পর্দায় এখন আর দেখা মেলে না শিল্পা শেঠির। মাঝে মাঝে টিভি রিয়েলিটি শোতে বিচারকের আসনে দেখা যায় তাঁকে। স্বামী রাজ কুন্দ্রার বিতর্কিত নানা ঘটনায় অর্থ হারিয়েছেন অনেক। এর পরও নিয়মিত বড় অঙ্কের অর্থ উপার্জন তারকাদের তালিকায় শিল্পার নাম রয়ে গেছে ওপরের সারিতে। কিন্তু কীভাবে এই অভিনেত্রী ধনরাশি বাড়িয়ে চলছেন? অনেকের মাথায় ঘুরপাক খাওয়া এ প্রশ্নের জবাব দিতে এবার মুখ খুলেছেন শিল্পা নিজেই। ফাঁস করেছেন তাঁর টাকায় আয়ের কৌশল। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির অভিনয় ব্যস্ততা এখন নেই বললেই চলে। তার পরও টাকা আয়ের পথ বন্ধ হয়ে যায়নি তাঁর।
এক অদ্ভুত উপায়ে বিপুল অঙ্কের মালকিন বনে গেছেন তিনি। কীভাবে হলেন? এমন প্রশ্নে শিল্পী বলেন, ‘আট বছর আগে একটি প্রসাধনী সংস্থা প্রস্তাব দিয়েছিল তাদের শুভেচ্ছাদূত হওয়ার। অথচ আমাকে শুভেচ্ছাদূত করার মতো টাকা তাদের ছিল না। কারণ সংস্থাটির পুঁজি ছিল মাত্র ৩৫ কোটি টাকা। শুভেচ্ছাদূত করার টাকা নেই, তবু একটা আশা নিয়ে আমার কাছে এসেছিল; যা আমার মনকে দারুণভাবে নাড়া দেয়। সে কারণেই আমি প্রস্তাব দিয়েছিলাম ওদের অংশীদার হওয়ার। এরপর ওই সংস্থায় বিনিয়োগ। আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে গেছি; যার সুবাদে আট বছরের মধ্যে ওই সংস্থা ইউনিকর্ন ১০০ কোটি টাকা মূল্য হিসাবে আত্মপ্রকাশ করেছে। ২০২৩ সালে আইপিওতে নাম তুলেছে।
২০১৮ সালে মাত্র ৬.৭ কোটি টাকা বিনিয়োগ করে ঘরে তুলেছি ১৬ লাখ শেয়ার। ২০২৩ সালে সেই বিনিয়োগ মূল্য দাঁড়িয়েছে ৩৯ কোটি টাকা। আর শেয়ার বিক্রি করে লাভ হয়েছে ৪৫ কোটি ১৩ লাখ টাকা। এমন সাফল্যের পর এখন মনে হচ্ছে, বিনিয়োগের পরিকল্পনাটা ভুল ছিল না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।