সময়টা মোটেও ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির। একদিকে ৬০ কোটি টাকার প্রতারণা মামলা, অন্যদিকে দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা। এর মধ্যেই যোগ হলো নতুন এক বিড়ম্বনা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে শিল্পার আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নিজের সম্মান ও নিরাপত্তা রক্ষায় গত শুক্রবার (২৬ ডিসেম্বর) মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আদালতে শিল্পা অভিযোগ করেন, অনুমতি ছাড়াই তাঁর কণ্ঠস্বর এবং চেহারা নকল করে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করা হচ্ছে। এমনকি তাঁর নাম ব্যবহার করে ডিজিটাল বইও প্রকাশ করা হচ্ছে।
অভিনেত্রীর অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্টের জানিয়েছেন, সাইবার হেনস্তা একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ।
এদিকে আদালতে শিল্পার আইনজীবী জানান, এসব আপত্তিকর কন্টেন্টের কারণে অভিনেত্রী নিজেকে নিরাপত্তাহীন বোধ করছেন। আদালতে জমা দেওয়া প্রমাণ ও স্ক্রিনশট দেখার পর বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কারও ব্যক্তিগত জীবনকে এভাবে জনসমক্ষে সম্মানহানি করার অধিকার কারও নেই। কোনো ব্যক্তির ছবি বা পরিচয় ব্যবহার করে সাইবার হেনস্তা করা গুরুতর অপরাধ।’
মুম্বাই হাইকোর্ট অবিলম্বে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট থেকে শিল্পা শেঠির আপত্তিকর ছবি ও ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, যারা এ অপরাধের সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আদেশ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


