বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিশুদের জন্য দলের আলাদা পরিকল্পনা রয়েছে এবং সরকার গঠিত হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া শিক্ষকদের যোগ্য করে গড়ে তোলার বিষয়েও তিনি জোর দিয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, সরকারের অনেক প্রকল্প থাকলেও সেগুলো সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে না। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলো এক জায়গায় আনা হবে।
তিনি জানান, ‘জনসংখ্যা বাড়ছে, উৎপাদন বাড়াতে হবে। উৎপাদক ও ক্রেতার মধ্যে অনেক মধ্যস্থতাকারী থাকায় দাম বাড়ে। অনৈতিকভাবে কেউ লাভ নিতে চাইলে তা রোধ করতে হবে। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে দ্রব্যমূল্যও বৃদ্ধি পায়। কৃষককে প্রণোদনা দেয়ার পাশাপাশি এসব বিষয় নিয়ন্ত্রণে রাখতে হবে। যে কোনো পরিকল্পনার আগে সবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দুর্নীতি রোধ করা হলে অন্য সব সমস্যা স্বাভাবিকভাবে সমাধান হবে।’
মব জাস্টিস বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু অবকাঠামো নয়, শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শিশুদেরকে সঠিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ শেখানো প্রয়োজন।’
পড়ালেখাকে আনন্দময় করার প্রয়োজনীয়তার বিষয়েও তিনি বলেন, ‘শিক্ষা সহজ ও আকর্ষণীয় করতে হবে। শুধুমাত্র একাডেমিক পড়াশোনাই নয়, খেলাধুলা ও আর্ট-কালচার শিক্ষায় অন্তর্ভুক্ত করা হবে। খেলাধুলাতেও মান নিশ্চিত করতে হবে। এতে শিশুদের ইন্টারনেট ব্রাউজ করার আসক্তি কমানো সম্ভব হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলাদা টিম নিয়ে কাজ করা হবে।’
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ‘ঢাকা কেন্দ্রিক উন্নয়নের কারণে জ্যাম বেড়েছে। তাই ঢাকার বাইরের এলাকায় স্যাটেলাইট টাউন তৈরি করা হবে, যেখানে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা থাকবে। ফ্লাইওভার হয়েছে, মেট্রোরেল দেখছি। মেট্রোরেল ব্যয়বহুল এবং জায়গা বেশি নেয়, সেক্ষেত্রে মনোরেল সুবিধাজনক হবে। ছোট বগি ও মেট্রোর সঙ্গে সেগুলোকে ঢাকার সব জায়গায় সংযুক্ত করা যাবে।’
আরও পড়ুনঃ
প্রবাসীদের বিষয়ে তারেক রহমান বলেন, ‘অনেকে দক্ষতা ছাড়া বিদেশ যাচ্ছেন। তাদের দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা করেছি। প্রবাসীরা যদি রেমিটেন্স সঠিক চ্যানেলে পাঠান, তাদের জন্য প্রণোদনা দেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


